- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Eid Al Adha 2023 Wish: বকরি ইদের ১৫টি সেরা শুভেচ্ছা বার্তা, পাঠান আপনার প্রিয়জনদের
Eid Al Adha 2023 Wish: বকরি ইদের ১৫টি সেরা শুভেচ্ছা বার্তা, পাঠান আপনার প্রিয়জনদের
পালিত হচ্ছে বকরি ইদ। মুসলিম সম্প্রদায়ের এই উৎসব খুবই জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হয় সর্বত্র। আজ শুভেচ্ছা জানান সকলকে। বকরি ইদের ১৫টি সেরা শুভেচ্ছা বার্তা, পাঠান আপনার প্রিয়জনদের।
| Published : Jun 29 2023, 10:58 AM IST
- FB
- TW
- Linkdin
শুভ ইদ উল আজহার আপনার বাড়িতে নিয়ে আসুক ভালোবাসা, শান্তি ও আনন্দ। দিন কাটুক আনন্দে। - আজ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এই মেসেজে। আপনার এই বার্তা মন কাড়বে সকলের।
আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার জীবন অগণিত আশীর্বাদ ও সুযোগে পূর্ণ হোক। শুভ বকরি ইদ। - আজ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এই মেসেজে। আপনার এই বার্তা মন কাড়বে সকলের।
নতুন সকাল নতুন দিন, শুভ হোক ইদের দিন। নতুন রাত বাঁকা চাঁদ, রঙিন হোক ইদের রাত। - আজ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এই মেসেজে। আপনার এই বার্তা মন কাড়বে সকলের।
সর্বদা থেকো হাসিখুশি। ভুলে যাও খারাপ স্মৃতি। চতুর্দিকে ছড়িয়ে দাও খুশির গান। জানাই ইদ মোবারক। - আজ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এই মেসেজে। আপনার এই বার্তা মন কাড়বে সকলের।
ইদ উল আজাহর আপনার জন্য আনন্দ, সাফল্য ও সমৃদ্ধি নিয়ে আসুক। আপনাকে একটি চমৎকার উদযাপনের জন্য জানাই শুভেচ্ছা। - জমিয়ত উলেমা-এ হিন্দ অনুসারে ভারতে ধুল হিজা মাসের প্রথম চাঁদ দেখা গিয়েছে ১ জুলাই ২০২২। তার দশ দিন পরে ১০ জুলাই পালিত হচ্ছে কুরবানির ইদ। বকরি ইদে শুভেচ্ছা জানান সকলকে।
ইদ উদ আজাহর হল একত্রিত হওয়া ও ঐক্য ও ত্যাগের চেতনা উদযাপন করার সময়। - আজ সকলকে পাঠাতে পারেন এই বার্তা। জানান ইদের শুভেচ্ছা।
ইদ উল আজাহর অভাবীদের সৌভাগ্য নিয়ে আসুন। আপনার উদারতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। ইদ আনন্দময় হোক। - আজ সকলকে পাঠাতে পারেন এই বার্তা।
ইসলাম ধর্মের সর্ববৃহৎ উৎসগুলোর মধ্যে অন্যতম হল বকরি ইদ। ইদে সকলকে জানাই শুভেচ্ছা। - পালিত হচ্ছে বকরি ঈদ। মুসলিম সম্প্রদায়ের এই উৎসব খুবই জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হয় সর্বত্র। এই দিনে শুভেচ্ছা জানান সকলকে।
ইদ উদ আজাহর আপনার জীবনে এবং আপনার চারপাশের লোকদের জীবনে শান্তি ও সম্প্রীতি আসুক। শুভ বকরি ইদ।- প্রচলিত কাহিনি অনুসারে, ইব্রাবিমকে স্বপ্নে দেখা দিয়েছিলেন আল্লাহ। তিনি তাঁর ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার নির্দেশ দেন। আল্লাহের প্রতি অটল বিশ্বাসে ইব্রাহিম নিজের ছেলেকে কুরবানি দিবেন বলে স্থির করেন। সেই সময় এই উৎসবের শুরু।
আল্লাহ তোমার সকল ভালো কাজ ও ত্যাগ গ্রহণ করুন। তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হোক, এই কামনা করি। শুভ ইদ উল আজহার মোবারক। - আজ সকলকে পাঠাতে পারেন এই বার্তা। জানান ইদের শুভেচ্ছা।
ইদ উদ আজাহর আপনি আপনার নির্দেশনা, সমর্থন ও নেতৃত্বের জন্য আমার কৃতজ্ঞতাকে প্রকাশ করুক। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দিনটি উদযাপন করুন। - আজ সকলকে পাঠাতে পারেন এই বার্তা।
ইদ কাটুক আনন্দে। সমৃদ্ধ হোক আপনার পরিবার। শুভ বকরি ইদ।– কাহিনি অনুসারে, আল্লাহের প্রতি অটল বিশ্বাসে ইব্রাহিম নিজের ছেলেকে কুরবানি দিবেন বলে স্থির করেন। কুরবানি দেওয়ার মুহূর্তে আল্লাহ নির্দেশ দেন যে তিনি তাঁর ছেলের বদলে একটি ছাগল কুরবানি দিতে পারে। সেই থেকে ছাগল কুরবানি দেওয়ার রীতি প্রচলতি হয়।
পবিত্র ইদ উদ আজাহর কাটুন আনন্দে। জীবন কাটুক সুখ, সাফল্য ও সমৃদ্ধি। - আজ সকলকে পাঠাতে পারেন এই বার্তা। জানান ইদের শুভেচ্ছা।
ইদ উল আজহার একত্রিত হওযার এবং ঐক্য ও ত্যাগের চেতনা উদযাপন করার সময়। দিন কাটুক আনন্দে। - আজ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এই মেসেজে। আপনার এই বার্তা মন কাড়বে সকলের।
ইদ উদ আজাহর উদযাপন করুন। প্রার্থনা করি যে আপনার জীবন অগণিত আশীর্বাদ ও সুযোগে পূর্ণ হোক। - আজ সকলকে পাঠাতে পারেন এই বার্তা। জানান বকরি ইদের শুভেচ্ছা।