একি! এবার থেকে পপকর্ন কিনলে দিতে হবে GST! মাথায় হাত সিনেমা প্রেমীদের
কেন্দ্রীয় সরকার পপকর্নের উপর জিএসটি বসিয়েছে। জেনে নিন এবার সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খেলেই কতটা খসবে পকেট!
110

Image Credit : our own
পপকর্নে ও নেই ছাড়! এবার খাদ্য দ্রব্য পপকর্নেও বসতে চলেছে জিএসটি!
210
Image Credit : Getty
কেন্দ্রীয় সরকার এবার থেকে পপকর্নের উপর বসিয়েছে জিএসটি। স্বাদের উপর বসছে কর।
310
Image Credit : our own
জয়সলমীরে অনুষ্ঠিত GST কাউন্সিলের ৫৫তম বৈঠকে এমন বিষ্ময়কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
410
Image Credit : our own
তবে কি এখন থেকে স্বাদ অনুযায়ী কর আদায় করবে সরকার?
510
Image Credit : our own
সিনেমা দেখতে গিয়ে পকেটে টান এর পাশাপাশি আবার পপকর্ন খেতে গিয়েও আলাদা করে খসবে পকেট।
610
Image Credit : video
GST কাউন্সিল এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে যে, ৫% GST ধার্য করা হবে।
710
Image Credit : Facebook
একই সময়ে, রেডি-টু-ইট পপকর্নের উপর করের হার সম্পর্কে সম্পূর্ণ বিবরণ জেনে নিন।
810
Image Credit : Facebook
সাধারণ লবণ এবং মশলা দিয়ে তৈরি পপকর্ন, যদি প্যাকেজ এবং লেবেলযুক্ত না হয়, তাহলে ৫% জিএসটি হবে।
910
Image Credit : facebook
প্যাকেজ এবং লেবেল করা হলে এই হার ১২% হবে।
1010
Image Credit : Facebook
ক্যারামেলের মতো চিনি দিয়ে তৈরি পপকর্নে ১৮% জিএসটি হবে।
Latest Videos