- Home
- Lifestyle
- Lifestyle Tips
- International forest day 2023: আন্তর্জাতিক অরণ্য দিবসে নিন বিশেষ পদক্ষেপ, জেনে নিন কোন উপায় রক্ষা করবেন অরণ্য
International forest day 2023: আন্তর্জাতিক অরণ্য দিবসে নিন বিশেষ পদক্ষেপ, জেনে নিন কোন উপায় রক্ষা করবেন অরণ্য
পালিত হচ্ছে আন্তর্জাতিক বন দিবস বা অরণ্য দিবস। পরিবেশ রক্ষার সম্পর্কে সকলকে সচেতন করতে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। প্রতি বছর ২১ মার্চ দিনটি পালিত হয় আন্তর্জাতিক বন দিবস বা অরণ্য দিবস হিসেবে।
| Published : Mar 21 2023, 12:44 PM IST
- FB
- TW
- Linkdin
বায়ু মন্ডল রক্ষা করার জন্য প্রয়োজন গাছের। বায়ু থেকে কার্বোন ডাই অক্সাইড শোষ করে অক্সিজেন ত্যাগ করে। এতে বায়ু পরিষ্কার হয়। তেমনই জল বিশুদ্ধ করতে এবং পৃথিবীর ১.৬ বিলিয়ন মানুষের খাদ্য, ওষুধ, আশ্রয়, শক্তি-র জোগান ঘটাতে বিস্তর ভূমিকা আছে অরণ্যের। এই সব জানা সত্ত্বেও অনেকে অরণ্য ধ্বংস করে চলেছে।
অর্থের লোভে গাছ কেটে বিক্রি করছেন। তেমনই সবুজ ধ্বংস করে অট্টালিকা নির্মান করছেন। উদ্ভিদ বা অরণ্যের এই গুরুত্ব সকলের সামনে তুলে ধরতে আজ পালিত হচ্ছে বিশ্ব অরণ্য দিবস।
প্রতি বছর বিশ্ব অরণ্য দিবস পালনের একটি নির্দিষ্ট থিম থাকে। এবছরের থিম হল ‘বন এবং স্বাস্থ্য’। আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বন বা জঙ্গলের ওপর নির্ভর করে। এই বার্তা দিতেই পালিত হচ্ছে দিনটি।
২০১২ সাল থেকে পালিত হচ্ছে দিনটি। সকল প্রকার বনের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি প্রচারণার অংশ হিসেবে। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১২ সালে ২১ শে মার্চকে আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করে। সেই থেকে পালিত হচ্ছে দিনটি।
বিশ্ব অরণ্য দিবস পালনে রয়েছি বিস্তর প্রয়োজনীয়তা। মানবজীবনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত অরণ্য। অবণ্য যে শুধু যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান দেয় তা নয়, অরণ্যের ওপর নির্ভর করে প্রচুর জীবিকা। অসংখ্য পরিবারের জীবিকা নির্ভর করে অরণ্যের ওপর নির্ভর করে। তাই অরণ্য ধ্বংস করা উচিত নয়।
তেমনই আমাদের সুস্বাস্থ্য নির্ভর করে অরণ্যের ওপর। গাছ বায়ু দূষণ দূর করে। এর শুভ প্রভাব পড়ে শরীরে। তাই সুস্থ জীবনযাপন করতেও পালন করুন অরণ্য দিবস।
অরণ্য রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। যেমন সবার আগে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন বোধ করুন। বনভূমি ধ্বংস করা বন্ধ করতে হবে বৃক্ষচ্ছেদন। অপরিণত বৃক্ষচ্ছেদন বন্ধের দিকে জোড় দিতে হবে। গাছ কাটার প্রয়োজন হবে কেবন পরিণত গাছ কাটা উচিত। অপরিণত গাছ কাচা উচিত নয়। এই দিকে সকলের নজর দিতে হবে।
দাবানল প্রতিরোধ করতে হবে। যাতে বনভূমিতে দাবানল না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তেমনই অরণ্য রক্ষা করতে পশুচারণের দিকে দৃষ্টি দিতে হবে। পশুচারণ নিয়ন্ত্রণ না করলে তারা অপরিণত গাছ নষ্ট করে দেয়। এতে অজান্তে আমাদেরই ক্ষতি হচ্ছে। তাই আজ এই বিশেষ দিনে প্রচার ঘটান এমন বিষয়।
অনেক জায়গায় জ্বালানি কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহারে জোড় দিতে হবে। অনেক জায়গায় এখন গাছ কেটে ডাল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কাঠের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস, জৈব গ্যাস, সৌর শক্তি ব্যবহারে জোড় দেওয়া প্রয়োজন। এতে মিলবে উপকার।
তেমন বৃক্ষরোপন করুন। যে সব স্থানে গাছ নেই সেখানে গাছ লাগান। মানুষ সব সময় নিজের স্বার্থে অরণ্য ছেদ করে চলেছে। সেই কাজ বন্ধ করতে হবে। তাই অরণ্য দিবসে বৃক্ষরোপণের অঙ্গিকার করুন সকলে।