রোজগার নিত্য প্রয়োজনীয় পূজার ফুলগুলি আমরা ফেলে দিই কিন্তু সেই শুকনো ফুলগুলি যদি না ফেলে ওটা থেকে দীর্ঘদিন রেখে দিয়ে যদি সার বানানো যায় তা লাগবে আপনার বাড়ির অন্যান্য গাছের উপকারে।
পুজোর সময় ফুল প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই ব্যবহার করা হয়। দিন পেরতে না পেরতেই সিংহাসনে থাকা ফুল হয়ে যায় বাসি (How to make fertilizer from dried flowers)। তারপর সেই শুকনো ফুল ফেলে দেওয়া হয়। তবে জানেন কী, পুজোয় ব্যবহৃত শুকনো ফুলই বাগান পরিচর্যার একমাত্র হাতিয়ার। ঘরোয়া পদ্ধতিতে সামান্য কসরতেই শুকনো ফুল দিয়ে তৈরি করা সার (Waste flower)।
পুজোর বাসি ফুল দিয়ে সার তৈরি করতে প্রথমে ফুলগুলো একটি পাত্রে জমিয়ে নিন এবং সেগুলোকে ভালো করে পচতে দিন। কিছু দিন পর, পচে যাওয়া ফুলগুলো শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো সরাসরি গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা এটিকে অন্যান্য জৈব উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
** ধাপে ধাপে দেখুন সার তৈরির পদ্ধতি:
১) সংগ্রহ: পুজোর বাসি ফুলগুলো একটি বড় পাত্র বা গামলায় জমা করুন। পাতা বা অন্যান্য আবর্জনা থাকলে সেগুলো আলাদা করে ফেলে দিন।
২) পচন: ফুলগুলো জমা করার পর পাত্রটি সরাসরি রোদ ও বৃষ্টি থেকে দূরে একটি শুকনো জায়গায় রাখুন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিন যাতে বাতাস চলাচল করতে পারে। এটি পচতে কয়েক সপ্তাহ সময় নিতে পারে।
৩) শুকনো করা: পচে যাওয়া ফুলগুলো যখন নরম ও ভেজা থাকবে, তখন সেগুলোকে ভালো করে রোদ লাগিয়ে শুকিয়ে নিন।
৪) গুঁড়ো করা: সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর ফুলগুলোকে হাত দিয়ে অথবা অন্য কোনো উপায়ে গুঁড়ো করে নিন।
৫) ব্যবহার: এই গুঁড়ো সরাসরি গাছের গোড়ায় ছড়াতে পারেন অথবা অন্যান্য জৈব সার যেমন- ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


