- Home
- Lifestyle
- Lifestyle Tips
- এই লক্ষণগুলোর মধ্যে যেকোনও একটা দেখলেই বুঝবেন আপনার বাড়িতে ভূত রয়েছে! অজান্তেই ঘুরে বেড়াচ্ছে চারপাশে
এই লক্ষণগুলোর মধ্যে যেকোনও একটা দেখলেই বুঝবেন আপনার বাড়িতে ভূত রয়েছে! অজান্তেই ঘুরে বেড়াচ্ছে চারপাশে
বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটলে ভূতের আনাগোনা থাকতে পারে। বাস্তুবিদদের মতে এইগুলি ভূত থাকার প্রধাণ লক্ষণ হতে পারে। এড়িয়ে গেলেই কিন্তু বিপদ!

আমাদের অজান্তেই কিন্তু আমাদের বাড়িতে ভূতের আনাগোনা থাকতে পারে। এমনই বলছেন বাস্তুবীদরা। কিন্তু বাড়িতে সত্যিই ভূত আছে কি না তা জানা যেতে পারে বেশ কিছু লক্ষণ দেখলে।
বাড়িতে হঠাৎই কোনও লাইট দপদপ করে জ্বলতে নিভতে শুরু করলে সেই লক্ষণকে একেবারেই ভাল লক্ষণ হিসাবে ধরেন না বাস্তুবীদরা। তাঁদের মতে বাড়িতে ভূতের আনাগোনা রয়েছে।
বাড়ির ছাদ বা উপ তলা থেকে কি মাঝে মধ্যে বাসনের আওয়াজ বা কাঁচ ভেঙে পড়ার আওয়াজ পাচ্ছেন? অনেক সময় হাসির আওয়াজও পাওয়া যায়। এক্ষেত্রেও ধরে নিতে পারেন যে বাড়িতে ভত রয়েছে।
বাড়িতে কেউ নেই কিন্তু লাইট জ্বলে উঠছে বা নিভে যাচ্ছে এক্ষেত্রে এটাও কিন্তু একেবারেই ভাল লক্ষণ নয়। তেনারা কিন্তু বাড়িতেই রয়েছেন বলে মত বাস্তুবিশেষজ্ঞদের।
যে বাড়িতে ভূত থাকে সেখানে ঘর বন্ধ করে যাওয়ার পরেও জিনিসপত্র পড়ে থাকে। আসবাবের স্থান নিজের থেকেই পরিবর্তিত হয়।
এ ছাড়া বাড়ির বিভিন্ন ঘর থেকে বিশ্রি একটা গন্ধ বেরতে শুরু করে। কোনও মতেই সেই গন্ধ যায় না।
বাড়ির পোষ্য হঠাৎ করেই চিৎকার করে ওঠে বাড়ির ফাঁকা স্থানের দিকে তাকিয়ে। এ ছাড়া মাঝে মধ্যেই ছাদে পাখি মরে পড়ে থাকতে দেখা গেলে বলা যেতে পারে বাড়িতে সত্যিই ভূত রয়েছে।
ঘুম থেকে উঠে নিজের শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ দেখা গেলে বা কালশিটের দাগও চোখে পড়লে সত্যিই ভীষণ সাবধান হতে হবে…

