- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Google: ফ্রিতে সিনেমা দেখতে চাইলেই জেল! জেনে নিন গুগলে আর কী কী সার্চ করলে হাজতবাস অবধারিত
Google: ফ্রিতে সিনেমা দেখতে চাইলেই জেল! জেনে নিন গুগলে আর কী কী সার্চ করলে হাজতবাস অবধারিত
- FB
- TW
- Linkdin
যেকোনও প্রশ্নের সমাধান রয়েছে গুগলের কাছে। কিন্তু জানেন কি, ভুল করে এই প্রশ্ন গুগলকে করে বসলেই সটান যেতে হবে জেলে।
এই কয়েকটি বিষয় সম্পর্কে ভীষণ কড়া গুগল। কোনও মতেই এই ধরনের সার্চকে সম্মতি জানায় না এই সার্চ ইঞ্জিন সংস্থা।
এই ধরনের জিনিস সার্চ করলেই হাজতবাস অবধারিত করে গুগুল। আসুন জেনে নেওয়া যাক কী কী জিনিস একেবারেই সার্চ করা যাবে না গুগলে।
বোমা বানানোর উপায় খোঁজা একেবারেই অপরাধ। নিরাপত্তা সংস্থাগুলির নজরে পড়লেই জেলে যাবেন।
শিশু সম্পর্কিত যেকোনও পর্নোগ্রাফি সার্চ করলেই গ্রেফতার হতে হবে। এই ধরনের অনুসন্ধান একেবারেই করা উচিত নয়।
হ্যাকিং সম্পর্কিত টিউটোরিয়াল বা সফ্টওয়্যার অনুসন্ধান করা যাবে না গুগল-এ।
বিনামূল্যে সিনেমা দেখতে চাইলেও হতে পারে জেল!এর জন্য হতে পারে ১০ লক্ষ টাকা জরিমানা ও তিন বছরের জেল।
এ ছাড়া গর্ভপাত বিষয়ক বা শিশু নির্যাতন সম্পর্কিত কোনও কিছু গুগলে সার্চ করা যাবে না।