সংক্ষিপ্ত
সারাদিন টুং-টাং ফোনের শব্দে অস্থির হয়ে পড়ছেন? এবার নোটিফিকেশনের সমস্যা থেকে নতুন ফিচার আনল ক্রোম
সারাদিন নোটিফিকেশন আসছে বিভিন্ন ওয়েবসাইট থেকে? এইসব নোটিফিকেশন বিরক্ত হয়ে যাচ্ছেন? এবার মুক্তি মিলতে পারে এই সব সমস্যা থেকে।
গুগল ক্রোম নিয়ে এল নতুন সেফটি ফিচার যা নিমেষের মধ্যেই অযাচিত নোটিফিকেশন থেকে বাঁচাতে পারে। যেকোনও বিরক্তিকর নোটিফিকেশন থেকে অব্যাহতি দেবে এবার গুগল ক্রোম।
এবার পাস্কি ওয়েবসাইট নোটিফেকশন ক্যানসেল করে দিতে পারবেন ইউজাররা। ইতিমধ্যেই পিক্সেলসে চলে এসেছে এই ফিচার এবার অ্যান্ড্রয়েড ডিভাইসেও এল এই অত্যাধুনিক ফিচার। এতে থাকছে একটি আন সাবস্ক্রাইব বাটন। এতে ক্লিক করলেই মুশকিল আসন।
তবে এর সঙ্গে রয়েছে একটি আনডু বাটনও। তাতে ক্লিক করলেই আবার আন সাবস্ক্রাইব হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তবে আনসাবস্ক্রাইব হয়ে গেলেও তা পুনরাই সাবস্ক্রাইব করা যাবে সহজেই।
হরস্কোপ বা ওয়ার্ট ফ্যাক্টস জাতীয় ওয়েবসাইটে আগ্রহ না থাকলে তা থেকেও রেহাই পাওয়া যাবে। এ ছাড়া সেফটি চেকও ব্যাকগ্রাউন্ডে চলবে, যে ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘদিন না ঢোকা ওয়েবসাইটের নোটিফিকশন নিজের থেকেই আটকে যাবে। চাইলে অন করে রাখা যাবে সেফ ব্রাউজিং।
এ ছাড়াও কোনও ওয়েবসাইটের ক্ষেত্রে মাইক, ক্যামেরা ও অন্যান্য পারমিশনের ক্ষেত্রে ওয়ান টাইম অ্যাকসেস দিতে পারবে ক্রোম ফলে সেই ওয়েবসাইটে ঢুকলে নিজের কাজ সেরে ফেললেও দ্বিতীয়বার অ্যাক্সেস পেতে ফের আপনার অনুমতি লাগবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।