Rath Yatra 2025: রথ থেকে উল্টো রথ, উৎসব পালনের পর আবার ১ বছরের অপেক্ষা। ততদিন জিতনো করে তুলে রাখতে হবে রথ, নাহলে পরের বছর আর ব্যবহারের যোগ্য থাকবে না। জানুন কীভাবে সেটি গুছিয়ে রাখবেন?
Rath Yatra 2025: রথযাত্রা হিন্দু ধর্মের এক মহৎ ও আনন্দময় উৎসব। প্রতিটি গৃহস্থ বা মণ্ডপে, যত্ন করে সাজানো হয় জগন্নাথদেবের রথ ও বিগ্রহ। রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলে পুজো-উৎসব-মেলা। কিন্তু উৎসব শেষ হতেই যদি সেই রথ এবং সাজসজ্জার জিনিসগুলি অযত্নে কোথাও ফেলে রাখা হয়, তাহলে পরের বছর আর ব্যবহার করার অবস্থা থাকে না। রঙ ফিকে হয়ে যায়, চাকা ভেঙে যায়, বিগ্রহ ও থালা-বাসনেও পড়ে ধুলো। জানুন কীভাবে রথ ও তার সামগ্রী সঠিকভাবে গুছিয়ে রাখবেন — যাতে পরের বছরও রথ থাকে নতুনের মতো।
পরের বছরের জন্য রথ ও সাজসজ্জা সংরক্ষণের উপায়
১। রথ সাজানোর উপকরণ আলাদা করুন
প্রথমেই রথ সাজানোর জিনিসগুলি খুলে রাখুন। ফুল দিয়ে সাজালে সেগুলি নির্দিষ্ট স্থানে ফেলে দিন। বিগ্রহ সরিয়ে রথ পরিষ্কার করে নিন। কারণ, সামগ্রী-সহ রাখলে সেগুলিও ধুলো পড়ে নষ্ট হবে।
২। সাজসজ্জার সামগ্রী আলাদাভাবে প্যাকেট করুন
মালা, পুঁতি, শাড়ি, বস্ত্র, ঝাড় লাইট – সব কিছু ছোট ছোট স্বচ্ছ জিপ-লক বা পলিথিনে ভরে রাখুন। না হলে আলাদা আলাদা মোটা কাগযে মুড়িয়েও রাখতে পারবেন। স্বচ্ছ ব্যাগ ব্যবহারে ভিতরের বস্তু সহজে শনাক্ত করা যায়, হারানোর সম্ভাবনাও কমে।
৩। বিগ্রহ সংরক্ষণ করুন
ওঠ যাত্রার জগন্নাথ নিত্যপূজার বিগ্রহ হলে ঠাকুরঘরে স্থান দিন। নাহলে, পরিষ্কার করে শুকনো কাপড় ও কাগজে জড়িয়ে রেখে দিন আলমারির ভিতরে বা বিশেষ জায়গায়।
৪। পিতলের থালা-বাটি সংরক্ষণ
পুজোয় ভোগ প্রসাদ দেওয়ার পাত্র পিতলের হলে তা তেঁতুল বা লেবুর খোসা দিয়ে ঘষে মেজে পরিষ্কার করুন। এরপর বাসন শুকিয়ে কাগজে জড়িয়ে তুলে রাখুন। এতে বাসনের জেল্লা অটুট থাকবে।
৫। রথ ভালোভাবে মুড়িয়ে সুরক্ষিত স্থানে রাখুন
উৎসব শেষে রথটি প্লাস্টিকে মুড়িয়ে রাখা সবচেয়ে ভালো। নাহলে মোটা পেপার দিয়ে আলাদা করে প্রতিটি অংশ মুড়িয়ে রাখুন। চাকা ও কাঠামোর উপর ভারী কিছু রাখবেন না, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খেয়াল রাখবেন যাতে রোদ বা জল ঢোকে না এমন কোনও শুকনো জায়গায় সংরক্ষণ করবেন।


