- Home
- Lifestyle
- Lifestyle Tips
- শিবরাত্রি উপলক্ষ্যে সকলকে জানান শুভেচ্ছা , রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে
শিবরাত্রি উপলক্ষ্যে সকলকে জানান শুভেচ্ছা , রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে
রাত পোহালেই শিবরাত্রি। গোটা দেশজুড়ে জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হয় শিবরাত্রি। পঞ্জিকা অনুসারে, এবছর শিবরাত্রি পড়ছে ১৮ ফেব্রুয়ারি। এই বিশেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।
| Published : Feb 17 2023, 10:00 PM IST
- FB
- TW
- Linkdin
মহা শিবরাত্রির উপলক্ষ্যে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। হর হর মহাদেব।– পাঠান এমন বার্তা। ১৮ ফেব্রুয়ারি ৮টা ২ মিনিট থেকে শুরু হচ্ছে তিথি। তেমনই ১৯ ফেব্রুয়ারি ৪টে ১৮ মিনিট পর্যন্ত থাকবে তিথি।।
আপনার সমস্ত ইচ্ছাগুলো যেন সত্য হয়। সর্বশক্তিমান শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। শুভ মহা শিবরাত্রি। - আপনার পাঠানো এই বার্তা মন কাড়ুক সকলের।
এই মহা শিবরাত্রিতে সকলে মিলে এই প্রার্থনা করি যাতে প্রভু আমাদের সুখ ও সমৃদ্ধি প্রদান করেন। পৃথিবীকে নিরোগ করেন। শুভ শিবরাত্রি। - এই বার্তা মন কাড়ুক সকলের। পঞ্জিকা অনুসারে, এবছর প্রথম প্রহরের পুজো হবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৪২ মিনিট।
শিবের মহিমা অপার, বিপদের রক্ষাকর্তা তিনি। তাঁর আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকুক। শুভ শিবরাত্রি। - পাঠান এই বার্তা। শাস্ত্র মতে, এই বছর দ্বিতীয় প্রহরের পুজো ১৮ ফেব্রুয়ারি রাত ৮টা ৪২ মিনিট থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।
মহাদেবের জ্যোতিতে প্রত্যেকের জীবন হয়ে ওঠুক উজ্জ্বলময়। ভক্তদের অন্তরে আসে স্বস্তি। হর হর মহাদেব। - এমন বার্তা পাঠান সকলকে। শিবরাত্রিরে শুভ সময় সকলকে জানান শুভেচ্ছা। তৃতীয় প্রহরের পুজো ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫০ মিনিট থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ২টো ৫২ মিনিট পর্যন্ত।
শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন।
শিব শক্তি, শিব ভক্তি।
সবাইকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা। - পাঠান এমন বার্তা। এবছর শিবরাত্রিতে চতুর্থ প্রহরের পুজো ১৯ ফেব্রুয়ারি রাত ২টো ৫৮ মিনিট থেকে ভোর ৬টা ০৬ মিনিট পর্যন্ত।
নমঃ শিবায়। সকলকে মহা শিবরাত্রিতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।– শিবরাত্রিরের শুভ তিথিতে সকলকে জানানা শুভেচ্ছা। পাঠান এমন বার্তা।
জয় শিব শঙ্কর, এই মহা শিবরাত্রিতে ভগবান শিব তাঁর ভক্তদের সমস্ত প্রার্থনা পূরণ করুক। - পাঠান এই বার্তা। ব্রতভঙ্গের সময়, ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টা ০৬ মিনিট থেকে দুপুর ২টো ৪৩ মিনিট পর্যন্ত।
জীবনের সব ঝঞ্ঝাট থেকে মহাদেব তোমায় উদ্ধার করুন। জীবন আনন্দ আর সুখের হয়ে উঠুন। শুভ মহা শিবরাত্রি। - এমন বার্তা প্রকাশ পাক সকলের।
জীবন মহাদেবের আশীর্বাদে ভরে উঠুক। তাঁর উপস্থিতি সব সময় টের পান। তাঁর আশীর্বাদ সব সময় তোমায় ঘিরে থাকুক। শুভ মহা শিবরাত্রি। - এই বার্তা পাঠান সকলকে।