- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। এই পুজোর শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।
| Published : Sep 17 2023, 03:23 PM IST
- FB
- TW
- Linkdin
)
বিশ্বকর্মা পুজোর এই শুভ মুহূর্তে সকলকে জানাই শুভেচ্ছা। শুভ বিশ্বকর্মা পুজো। - পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা। এই পুজোয় সকল কারখানা থেকে শুরু করে বিভিন্ন অফিসে আজ খুশির মেজাজ। এদিন সকলকে জানান শুভেচ্ছা।
)
বিশ্বকর্মা পুজোর পবিত্র দিন কাটুক সুখে। জীবনের সকল জটিলতা থেকে পান মুক্তি। - কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান সর্বত্র পুজিত হন। পুজোয় সকলতে জানান শুভেচ্ছা।
)
বিশ্বকর্মা পুজো মন্ত্র জপ করে আপনার জীবনে উন্নতি প্রাপ্ত করুক। শুভ বিশ্বকর্মা পুজো। এই শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা।
)
বিশ্বকর্মা পুজোর শুভক্ষণে প্রার্থনা করি আপনার ও আপনার জীবনের সকল জটিলতা দূর হোক। শুভ বিশ্বকর্মা পুজো। - শুভেচ্ছা জানান সকলকে। এই শুভেচ্ছা বার্তা মন কাড়বে সকলের। পাঠান এমন বার্তা।
)
বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদে পান জীবনে সকল সাফল্য। শুভ বিশ্বকর্মা পুজো। - এই পুজোয় সকল কারখানা থেকে শুরু করে বিভিন্ন অফিসে আজ খুশির মেজাজ। এদিন সকলকে জানান শুভেচ্ছা।
)
বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদে পৃথিবী থেকে দূর হোক সব দুঃখ কষ্ট। সকলকে জানাই শুভেচ্ছা। শুভ বিশ্বকর্মা। - এমন শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন আপনার পরিচিত সকলকে। এই শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা।
)
বিশ্বকর্মা পুজো মন্ত্র দিয়ে আপনি দৈত্য থেকে রক্ষা প্রাপ্ত করুক। শুভ বিশ্বকর্মা পুজো। বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন কারখানায় হচ্ছে বিশ্বকর্মা পুজো। পুজো প্রস্তুতি চলছে জোড় কদমে। এই উৎসবে শুভেচ্ছা জানান সকলকে।
)
যারা কর্মে বিশ্বাসী বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ সর্বদা বর্তায় তাঁদের ওপর। শুভ বিশ্বকর্মা পুজো। -বাঙালির আরও এক গুরুত্বপূর্ণ উৎসব হল বিশ্বকর্মা পুজো। এই উৎসবের দিন সকলকে জানান শুভেচ্ছা।
)
বিশ্বকর্মা ঠাকুরের হাত সর্বদা আপনার মাথায় থাকুক। সুখ ও সমৃদ্ধি থাকুক আপনার পরিবারে। শুভ বিশ্বকর্মা পুজো। - আপনার পাঠানো শুভেচ্ছা বার্তা মন কাড়ুক সকলের। ভগবান বিশ্বকর্মার কাছে জানান প্রার্থনা। সকলের জন্য শুভ কামনা করুন আজ।
)
বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদে খুশির আলোয় সেজে উঠুক পৃথিবী। আনন্দে কাটুক আপনার জীবন। শুভ বিশ্বকর্মা পুজো। - বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন কারখানায় পুজিত হচ্ছেন বাবা বিশ্বকর্মা। শুভেচ্ছা জানান সকলকে।