সংক্ষিপ্ত

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি বোতল থেকে নিজের হাতের মুঠোয় জল ঢেলে নিয়েছেন প্রথমে। তারপর সাপটিকে সেই জল খাইয়েছেন। আর সাপও ওই ব্যক্তির হাত থেকেই জল খাচ্ছে।

সাপ (Snake) নিয়ে ছেলেখেলা একেবারেই নয়। কারণ একবার ছোবল মারলেই অনেক সময় মৃত্য়ু (Death) পর্যন্ত হতে পারে। তাই সাপের থেকে বেশ অনেক হাত দূরে থাকতেই পছন্দ করেন বেশিরভাগ মানুষ। আর কোনওভাবে যদি তার দেখা পাওয়া যায় তাহলে তো আর কোনও কথাই নেই। একেবারে যেন প্রাণটাই বেরিয়ে যায়। চিৎকার করে ফাটিয়ে দেন অনেকেই। তাই তার মনের কথা বোঝার চেষ্টাও হয়তো করেন না কেউই। আর এবার সেই সাপের মনের কথা বুঝে তাকে হাতে করে জল পান করালেন এক ব্যক্তি। ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিও।  

সাধারণত সাপ দেখলেই লোকে ভয় পান। অনেক সময় হয়তো অকারণেই পিটিয়ে সাপ মেরে ফেলে হয়। কিংবা অযথাই হাতে লাঠি নিয়ে তাড়া করা হয় সাপের পিছনে। সেক্ষেত্রে এই ভাইরাল ভিডিও একেবারেই অন্যরকম। কারণ এখানে সাপ দেখে ভয় পেয়ে তার ক্ষতি করার চেষ্টা করা হয়নি। বরং বোঝা হয়েছে তার মনের কথা। আর সেই তৃষ্ণার্থ সাপকে নিজের হাতে করে জল খাইয়েছেন ওই ব্যক্তি। আর এই ভিডিওটি দেখার পর ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা (Netizen)।

আরও পড়ুন- রহস্যময় সাপ, গায়ে বড় বড় সবুজ লোম - তুমুল ভাইরাল ভিডিও, কী বললেন বিশেষজ্ঞরা

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি বোতল থেকে নিজের হাতের মুঠোয় জল ঢেলে নিয়েছেন প্রথমে। তারপর সাপটিকে সেই জল খাইয়েছেন। আর সাপও ওই ব্যক্তির হাত থেকেই জল খাচ্ছে। ওই ব্যক্তির প্রশংসা করে নেটিজেনরা অনেকেই বলেছেন যে ব্যক্তির সাহস রয়েছে, নাহলে কেউ ওভাবে নিজের হাতে করে সাপকে জল খাওয়াতে পারেন।  

আরও পড়ুন- মাঝ আকাশে যাত্রীদের সঙ্গে বিমানে সওয়ার সাপ, জরুরি অবতরণ উড়ানের

 

টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। আইএফএস অফিসারের শেয়ার করা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই। কারণ এই ধরনের ভিডিও সাধারণত দেখতে পাওয়া যায় না। সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'গরমকাল আসছে। আপনার দেওয়া কয়েক ফোঁটা জল কারও প্রাণ বাঁচাতে পারে। তাই নিজের বাড়ির খোলা জায়গায় বিশেষ করে বাগানে একটা পাত্রে একটু জল রেখে দিন। তাহলে পশু, পাখিরা তেষ্টা পেলে ওই জল খেতে পারবে।' এই ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি যখন হাতের মুঠোয় জল নিয়ে সাপটির মুখের সামনে ধরেছে, তখন একদম চোঁ চোঁ করে সব জল খেয়ে নিয়েছে সাপটি। বোঝাই গিয়েছে কতটা তেষ্টা পেয়েছিল তার।

আরও পড়ুন- কর্নাটকের হিজাব ইস্যু এবার পা রাখল বিদেশে, কড়া সমালোচনা করল মার্কিন সংস্থা

অনেকেই ওই ব্যক্তির প্রশংসা করেছেন। আবার অনেকেই মনে করেন যে ওই ব্যক্তির আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন ছিল। না হলে যে কোনও সময় বড় অঘটন ঘটে যেতে পারে। কারণ সহজাত স্বভাবেই হয়তো সাপটি ওই ব্যক্তিকে আক্রমণ করতে পারত। সেক্ষেত্রে বড় বিপদের আশঙ্কা ছিল। যদিও এই ক্ষেত্রে সেইসব কিছুই হয়নি। বরং মানুষের সাহায্য বেশ ভালভাবেই নিয়েছে ওই সাপটি।