সংক্ষিপ্ত

সদ্য মা হওয়া মহিলাদের বেশ কিছু প্রশ্ন আছে যেগুলির বহুবার উত্তর দিতে হয়, কারণ তাদের এই প্রশ্নগুলির মুখোমুখি বহুবার হতে হয়। তাই সদ্য মা হওয়া মহিলাদের কাছে এই কথাগুলি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
 

মা হওয়ার কোনও মেয়ের জন্যই সহজ নয়। একজন মহিলা যখন গর্ভবতী হন, তখন তাকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। মা হওয়ার পরও অনেকদিন ধরে চলতে থাকে কষ্টের প্রক্রিয়া। নারীর শুধু অনেক শারীরিক সমস্যাই নয় , সেই সঙ্গে সন্তানের দায়িত্ব, রাতে ঘুম না হওয়া ইত্যাদি কারণেও সে তার মানসিক স্বভাবে রাগান্বিত ও খিটখিটে হয়ে পড়ে। বিশেষ করে যে সব নারীরা প্রথমবার মা হয়েছেন, তাদের আগে এই বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই, তাই তাদের বেশি সমস্যায় পড়তে হয়। 
এমন পরিস্থিতিতে সদ্য মা হওয়া মহিলাদের বেশ কিছু প্রশ্ন আছে যেগুলির বহুবার উত্তর দিতে হয়, কারণ তাদের এই প্রশ্নগুলির মুখোমুখি বহুবার হতে হয়। তাই সদ্য মা হওয়া মহিলাদের কাছে এই কথাগুলি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
১)  খুব মোটা হয়ে যাচ্ছো
মা হওয়ার পর বেশির ভাগ নারীরই ওজন বেড়ে যায়, যার কারণে তাদের মধ্যে এমনিতেই অনেক টেনশন থাকে, এমন অবস্থায় কেউ এসে তাদের বাড়তি ওজন নিয়ে কথা বললে বিরক্তি অনেকটাই বেড়ে যায়। তাই মা হওয়া মহিলাদের সঙ্গে এমন কাজ করা উচিত নয়।
২) ফিড সম্পর্কে আলোচনা
অনেক মহিলা অকারণে বলতে থাকেন, যেমন শিশুকে অতিরিক্ত খাওয়ানোর অভ্যাস না করা বা খাওয়ানো কমিয়ে দেওয়া এবং এখন বাইরের খাবার দেওয়া শুরু করা ইত্যাদি। একজন মা নিজেই জানেন তার সন্তানের কখন কি প্রয়োজন। এমন অবস্থায় সময়ের অপচয় মায়ের ভালো লাগে না। তাই সন্তানের দেখাশোনার দায়িত্ব মায়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো।
৩) এত বিরক্ত কেন
একজন মহিলা যখন নতুন মা হন, তখন সন্তান লালন-পালনের ক্ষেত্রে তার পুরো রুটিনই ব্যাহত হয়। সে ঠিকমতো ঘুমাতেও পারে না। এমতাবস্থায় প্রকৃতিতে খিটখিটে হয়ে পড়ে। এই সময় তার প্রয়োজন কাজের প্রশংসার বা তাকে বোঝার বা কাজে সাহায্য করার মত কেউ। কিন্তু এই জিনিসটা যদি কেউ পর পর বলতে থাকেন, তাহলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
৪) চাকরিতে যোগ দেওয়ার বিষয়ে কী ভাবছো
একজন নারী যদি চাকরি করে থাকেন, তাহলে মা হওয়ার পর তাকে অনেক সময় চাকরি ছেড়ে দিতে হয়। এমতাবস্থায় নিজের পিছিয়ে থাকার অনুভূতি তার মনের মধ্যে থেকেই যায়। কিন্তু এই সময়ে কেউ যদি চাকরিতে যোগদানের প্রসঙ্গ তোলেন, তাহলে তা খুবই বেদনাদায়ক।

আপনার সন্তানের সাথে নিজেকে তুলনা করবেন না
বেশিরভাগ মহিলার এই সমস্যা থাকে যে তারা যখন নতুন মায়ের সাথে দেখা করে, তখন তারা তাদের সন্তানের সাথে তাকে তুলনা করতে শুরু করে। মনে রাখবেন যে প্রতিটি শিশুর নিজস্ব অনন্য গুণাবলী রয়েছে, তাই তুলনা ন্যায্য নয়। এতে মায়ের খারাপ লাগে।

আরও পড়ুন- ওজন কমাতে শুধু কম খেলেই হবে না, সবার আগে মেনে চলুন এই কয়টি জিনিস, রইল টোটকা

আরও পড়ুন- একনাগাড়ে চেয়ারে বসে কাজ, সুস্থ থাকতে অফিসে মেনে চলুন এই কয়টি জিনিস

আরও পড়ুন- চীনা শিক্ষাব্যবস্থায় লাভবান বাংলাদেশী পড়ুয়ারা, কোন লাভের আশায় চীনে ছুটছেন তাঁরা