- Home
- Lifestyle
- Relationship
- প্রেম থাকুক আটুট, Valentine’s Day-তে ভালোবাসার মানুষকে জানান শুভেচ্ছা, পাঠান স্পেশ্যাল মেসেজ
প্রেম থাকুক আটুট, Valentine’s Day-তে ভালোবাসার মানুষকে জানান শুভেচ্ছা, পাঠান স্পেশ্যাল মেসেজ
Valentine’s Day-তে ভালোবাসার মানুষকে পাঠান বিশেষ শুভেচ্ছা। রইল ১০টি সেরা বার্তার হদিশ।
- FB
- TW
- Linkdin
)
Happy Valentine’s Day আমার ভালোবাসা। তুমি আমার জীবনে প্রতিটি দিনকে বিশেষ করে তুলেছো।
তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিনই Valentine’s Day। সারা জীবন এমন ভাবে কাটাতে চাই। Happy Valentine’s Day।
প্রতিটি প্রেমের গল্প সুন্দর। কিন্তু, আমাদের প্রেমের গল্প সকলের সেরা। Happy Valentine’s Day।
তোমাকে আমার জীবনে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। Happy Valentine’s Day।
আমার সবচেয়ে ভালো বন্ধু ও আমার ভালোবাসা হওয়ার জন্য ধন্য়বাদ। Happy Valentine’s Day।
তুমি আমার জীবনের সকল সুখের প্রধান কারণ। Happy Valentine’s Day প্রিয়তমা।
আমি তোমার মতো একজন অনন্য মহিলাকে পেয়ে ধন্য। Happy Valentine’s Day
সত্যি করের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আমি এজীবনে তোমায় খুঁজে পেয়েছি। Happy Valentine’s Day।
কল্পনা নয়, বাস্তবে আমি তোমাকে চাই। ছলনাতে নয়, বাস্ততে ভালোবাসতে চাই। Happy Valentine’s Day।
একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য। একটা ফুল ভোমরের জন্য। আর তুমি আমার জন্য। Happy Valentine’s Day।