- Home
- Lifestyle
- Relationship
- I Love You না বলে নিঁখুত বাংলায় কিভাবে মনের কথা জানাবেন প্রিয় মানুষটিকে, রইল এমনই কিছু সেরা প্রস্তাবের হদিশ
I Love You না বলে নিঁখুত বাংলায় কিভাবে মনের কথা জানাবেন প্রিয় মানুষটিকে, রইল এমনই কিছু সেরা প্রস্তাবের হদিশ
না একঘেয়ে I Love You - বলে প্রপোজ নয়। প্রত্যেকেই সঙ্গীর থেকে চায় নতুন কিছু যা সবার থেকে আলাদা। যা মনে থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত। কবি গুরুর ভাষায় রইল এমই কিছু সেরা প্রস্তাবের হদিশ-
- FB
- TW
- Linkdin
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি….ভালোবাসি ভালোবাসি । আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি- ভালোবাসি ভালোবাসি...
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। আমি সকল দাগে হব দাগি, তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন সেথা আঁচল পাতব আমার-তোমার রাগে অনুরাগী॥
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি, আমার সাধের সাধনা, মম শূন্যগগনবিহারী। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-তুমি আমারি, তুমি আমারি, মম অসীমগগনবিহারী॥
এসো আমার ঘরে।বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে, মুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে, চিরকালের তরে এসো আমার ঘরে॥
কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, এ নিরন্তর সংশয়ে হায় পারিনে যুঝিতে-
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥
মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম-
আমি তোমায় ভালোবাসি, আমৃত্যু ভালোবাসব, আর মৃত্যুত্তর জীবন বলে যদি কিছু থাকে সেই জীবনেও ভালোবেসে যাব তোমাকে
আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো-