- Home
- Lifestyle
- Relationship
- Hobosexuality কী? কেন মেট্রো শহরগুলিতে এই সম্পর্কে জড়িয়ে পড়ছে নতুন প্রজন্ম
Hobosexuality কী? কেন মেট্রো শহরগুলিতে এই সম্পর্কে জড়িয়ে পড়ছে নতুন প্রজন্ম
Hobosexuality: ই সম্পর্কের মূল কারণ হল নগরজীবনের একটি সুন্দর বাসস্থান খুঁজে নেওয়া। এখানে একটি ছেলে ও একটি মেয়ে বা দুটি ছেলে বা দুটি মেয়ে একই অ্যাপার্টমেন্ট শেয়ার করে।

হোবো-সেক্সচুয়ালিটি (Hobosexuality) কী?
hobosexuality বা হোবোসেক্সচুয়ালিটি একটি পাশ্চাত্য শব্দ। এটি একটি কথ্য শব্দ। এই শব্দের অর্থ হল কোনও ব্যক্তি বা মহিলা শুধুমাত্র আশ্রয় বা একটু থাকার জায়গার জন্যই ডেট করেন বা সম্পর্ক তৈরি করেন। সেখানে প্রেম বা অনুভূতি হল দ্বিতীয় স্তরে থাকা একটি বিষয়। ভারতে ধীরে ধীরে এই জাতীয় সম্পর্ক জনপ্রিয়তা পাচ্ছে। অর্থাৎ এই দেশেই বাড়ছে থাকার জায়গার জন্য প্রেম। মনের জন্য প্রেম নয়। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মত মেট্রো শহরগুলিতে এইজাতীয় সম্পর্ক বাড়ছে। বেশ কিছুটা পিছিয়ে রয়েছে কলকাতা।
এই সম্পর্কের কারণ
এই সম্পর্কের মূল কারণ হল নগরজীবনের একটি সুন্দর বাসস্থান খুঁজে নেওয়া। এখানে একটি ছেলে ও একটি মেয়ে বা দুটি ছেলে বা দুটি মেয়ে একই অ্যাপার্টমেন্ট শেয়ার করে। একটি ঘরে নিয়ে থাকে। কিন্তু ভাড়া দুজনেই শেয়ার করে। অর্থাৎ কম খরচে একটু ভালো বাড়িতে থাকা। এছাড়া বলতে গেলে দুজনের মধ্যে তেমন কোনও সম্পর্ক থাকে না।
অর্থনৈতিক কারণ
এই জাতীয় সম্পর্ক তৈরি হওয়ার মূল কারণ হল অর্থনীতি। বর্তমানে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মত মেট্রো শহরগুলিকে বাড়ির ভাড়া প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। একটি অর্থনৈতিক সমীক্ষা বলছে আয়ের ৪০%ই চলে যায় বাড়ি ভাড়া পিছনে। এছাড়াও রয়েছে বাকি খরচ। সেই কারণে সব খরচ বাঁচিয়ে দিতেই এই জাতীয় সম্পর্কের গুরুত্ব বাড়ছে আধুনিক নগরজীবনে।
সম্পর্কের ভিত্তি
এই সম্পর্ক তৈরি হওয়ার পিছয়ে অনেকটাই ব্যক্তি স্বার্থ কাজ করে। কিন্তু শুধুমাত্র ব্যক্তি স্বার্থ কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। এই জাতীয় সম্পর্কের মূল ভিত্তি হল মানসিক ও অর্থনৈতিক সুবিধে। দুই পক্ষের সমতা ও সচেতনতার ওপর ভিত্তি করেই এই জাতীয় সম্পর্কে ভিত মজবুত হয়।
ভালবাসার অনুভূতি
অর্থনৈতিক বাধ্যবাধকতায় এই সম্পর্ক তৈরি হয়। সেইজন্য মনের স্থান বা গুরুত্ব অনেকটাই কম। তবে দিনের দিন দুইটি মানুষ একত্রে থাকতে থাকতে অনেক সময়ই একটি গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। অথবা গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কিন্তু সেটা অনেকটাই সেকেন্ডারি ব্যাপার এই হোবো সেক্সচুয়ালিটি সম্পর্কের মধ্যে।

