সংক্ষিপ্ত
স্বামী-স্ত্রী কার মৃত্যু আগে হবে? এই প্রশ্নের উত্তর কীভাবে পাওয়া যাব? তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। একটি লোককথা অনুযায়ী এটি নাকি বোঝা যায়।
হিন্দু ধর্মে একটি কথা রয়েছে - জন্ম মৃত্যু বিয়ে - এই তিনটি বিষয়ে কেউ কিছু বলতে পারা যায় না। হিন্দু ধর্ম অনুযায়ী স্বামী-স্ত্রীর সম্পর্ক বিধাতা ঠিক করে দেয়। স্বর্গ থেকেই তৈরি হয়ে আসে এই সাত জন্মের সম্পর্ক। কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে কে আগে মারা যাবে, আর কে একা একা থেকে যাবে? এই প্রশ্ন থেকেই যায়। আসু দেখে নিন কী ভাবে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়।
স্বামী-স্ত্রী কার মৃত্যু আগে হবে? এই প্রশ্নের উত্তর কীভাবে পাওয়া যাব? তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। একটি লোককথা অনুযায়ী এটি নাকি বোঝা যায়। লোককথা অনুযায়ী 'অক্ষরে দুই গুণ দাস গুণ মাত্রা নামে নামে করে সমতা। ৩ দিয়ে হরি আণ মরা বাঁচা জান। শূন্য থাকলে মরে পটি, দুই থাকলে মরে যুবতী।' এর মানে আমরা আপনাকে জানাব, কীভাবে এটি হিসেব করবেন তা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। য়দি স্বামীর নাম ভগবান হয় তাহলে এর অক্ষরের সংখ্যা ৪। স্ত্রীর নাম যদি চাঁদ হয় তাহল অক্ষরের সংখ্যা ২। মোট ৬ সংখ্যা। এটি যদি যোগ করা হয় তাহলে হবেঃ ৬+ ৬ =১২
স্বামীর নামের একমাত্র অক্ষরের মাত্র ১ স্ত্রীর নামের একমাত্র অযক্ষরের মাত্র ১। মোট সংখ্যা ২। যদি এটি গুণ করা হয় তবে ২ +৪= ৮
উভতের অক্ষর দ্বিগুণ ১২ +৮= ২০। ৩ দিয়ে ভাগ করলে ২০/ ৩ =ভাগফল ৬ ও অবশিষ্ট ২। এই হিসেব অনুযায়ী স্ত্রীর মৃত্যু হবে আগে।
বিশেষ দ্রব্যষ্টঃ এটি একটি লোককথার হিসেব। তবে এই হিসেব যে সর্বদা সত্যি হবে বা বাস্তব হবে এমনটা নয়। মানুষের বেঁচে থাকা বা মৃত্যু কোনওটার ওপরই হাত নেই মানুষের। সবই মানুষের ভাগ্য।