সংক্ষিপ্ত

  • নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন সারা আলি খান।
  • মাত্র দুটি ছবিতে কাজ করেছেন সারা এখনও পর্যন্ত। একটি হল কেদারনাথ।
  • অন্যটি সিম্বা। কিন্তু এখন থেকেই সারা জানেন কী ভাবে স্পটলাইটে থাকতে হয়।
  • তাঁর সৌন্দর্যেও ইতিমধ্য়েই ঘায়েল অনেকেই। তাই ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয় সারার। 
     

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন সারা আলি খান। মাত্র দুটি ছবিতে কাজ করেছেন সারা এখনও পর্যন্ত। একটি হল কেদারনাথ। অন্যটি সিম্বা। কিন্তু এখন থেকেই সারা জানেন কী ভাবে স্পটলাইটে থাকতে হয়। তাঁর সৌন্দর্যেও ইতিমধ্য়েই ঘায়েল অনেকেই। তাই ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয় সারার। 

কিন্ত এই সৌন্দর্যের জন্য ঠিক কী কী করেন সারা এক নজরে দেখে নেওয়া যাক- 

ত্বকের যত্ন করতে বাড়িতে বানানো একটি টোটকাও ব্যবহার করেন সারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের কাছে জানান এই টোটকার কথা। শ্যুটিংএ যাওয়ার আগে বা শ্যুটিং থেকে ফিরে তাড়াহুড়োয় এই টোটকা ব্যবহার করেন সারা। দুধের স্বরের সঙ্গে একটু বাদাম ও মধু মিশিয়ে মুখে মাখেন। 

মেক আপ- যতটা সম্ভব কম করেন সারা। ব্রোনজার, কাজল ইত্যাদি শ্যুটিং ছাড়া এড়িয়ে চলেন সারা। সাধারণ সময়ে মেক আপের মধ্যে লিপ বাম, আই ব্রো ব্রাশ, মাস্কারা ও পিংক ব্লাশ ব্যবহার করেন। সারা জানান মাস্কারা তাঁর প্রিয় বিউটি প্রডাক্ট। 

ত্বক ভাল রাখতে সারার পরামর্শ- 

১) পর্যাপ্ত পরিমাণে জল খান। 
২) ভাল করে ঘুমোন। 
৩)নিয়মিত শরীর চর্চা করুন। 
৪) সব সময়ে মেক আপ তুলে ঘুমোতে যান।