সংক্ষিপ্ত

  • মাদার্স ডে-তে করুন সেলিব্রেশন
  • মা-এর সঙ্গে ভুরিভোজের প্ল্যানটাও খারাপ নয়
  • জেনে নিন কোথায় কেমন পদ মিলছে মাদার্স ডে-তে

একে মাতৃদিবস, তায় আবার রবিবার। তাই রবিবাসরীয় ছুটিতে সপরিবারে মা-কে নিয়ে বেড়িয়ে পড়লে মন্কোদ নয়। কারণ মাদার্স ডে উপলক্ষে শহরের বেশকিছু রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে বিশেষ ভুরিভোজের। গরমের দাপট মাথায় নিয়ে আর হেঁসেল না ঠেলে অনায়াসে পাত পেরে বাঙালী ভোজে দিনটা কাটাতে পারেন। 

  • সুদীপার রান্না ঘর

 

গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের সামনে এই রেস্তোরাঁর জনপ্রিয়তা সুদীপার হাত ধরেই। তাই মাতৃদিবসে সকল পরিবারের জন্য সুদীপার রান্না ঘরে থাকছে নতুন চমক। বুঁফে-তে দেখা মিলছে আমিষ নিরামিষ-এর।

  • নিরামিষ পদ

কাঁচা আমের শরবত

বড়ি ভাজা

সাদা ভাত

শুক্তো

সোনা মুগডাল

ছোট আলু ভাজা

চাল পটল

মোটা চিংড়ি

কাতলা লাল কালিয়া

বাঙালী মুরগীর দম

মুর্শিদাবাদী মাংস

তেঁতুল টক

পায়েস রসমালাই

  • মাথা পিছু  বুঁফে মূল্য ৭৯৯ টাকা

 

  • ৬ বালিগঞ্জ প্লেস

বালিগঞ্জ ফাঁড়ির এই রেস্তোরাঁ-য় বাঙালী খাবার ও বুঁফে-র জন্য বেশ পরিচিত নাম। মাতৃদিবস উপলক্ষে তারা রবিবার হাজির করেছেন নতুন থালি মেনু। দেখে নিন সাবেকিয়ানা পদে এদিন কী কী পদ থাকছে।

  • নিরামিষ পদঃ

সাদা ভাত

লুচি

বেগুন বা আলু ভাজা

আলুর দম

নিরামিষ কোপ্তা

পাঁপড়

কথকলি বা সন্দেশ

  • আমিষ পদঃ

আমিষ পদে কেবল নিরামিষ পদের মেইন কোর্সের জায়গায় থাকবে-

বেগুন-বড়ি দিয়ে ভেটকি ঝাল, পাবদা, কষা মাংস, মুরগী-কষা (যেকোনো দুটি)

  • থালি পিছু দাম ৫৬৫টাকা