সংক্ষিপ্ত

সাদা জুতো নিয়ে সতর্ক থাকুন 

জুতোর রং নষ্ট হওয়ার আগেই তা পরিষ্কার করে নিন

জুতো ময়লা অবস্থায় ফেলে রাখলে তা নষ্ট হয়ে যায় তারাতারি

সাদা জুতোর প্রতি বিশেষ যত্ন নিন

জামার সঙ্গে মানানসই কিংবা সখের বশেই কিনে ফেলা সাদা জুতোটা আজ পরাই যায় না। রং হয়েগিয়েছে লালচে। যার ফলে বর্তমানে তা বাতিলের খাতায়। কিন্তু এভাবে সাদা জুতো পরা কিংবা কেনা তো আর ছেড়ে দেওয়া যায় না, তাই সাদা জুতোর রং কীভাবে ধরে রাখবেন তা নিয়ে রইল কিছু টিপস।

আরও পড়ুনঃ বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে, চটজলদি করে ফেলুন এই কাজগুলি
১) জুতো যদি হয় রবারের তবে তা থেকে ময়লা তুলে ফেলুন সঙ্গে সঙ্গে। ফেলে রাখলেই জুতোর রং নষ্ট হয়ে যায়। জল আর তুলো দিয়ে মুছে নিন জুতো। 
২) কাপড়ের জুতো হলে তা সাবধানতা অবলম্বণ করে পরুন। কারন তা যদি বেশিবার কাচা হয় তবে রং নষ্ট হয়ে যেতে পারে। 
৩) ক্যানভাসের জুতো ব্রাশ ও জল দিয়ে ধুয়ে নিলে সমস্যা হয় না। তবে তা ধোয়ার সময় ডিটার্জেন্ট ও বেকিং সোডা মিশিয়ে নিন। 
৪) তবে ব্লিচ দিয়ে জুতো পরিষ্কার করার আগে সতর্ক থাকা প্রয়োজন। নইলে তা থেকে সমস্যা বাড়তে পারে। জুতোর রং-ও নষ্ট হয়ে যেতে পারে। 
৫) আবার এমনও অনেক জুতো আছে যার মেটেরিয়াল জল লাগলে নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের জুরো ক্ষেত্রে যে অংশে সময়লা লাগে সেই অংশই কেবল ড্রাই ওয়াস করে নিতে হবে।