Darjeeling Himalayan Railway: দার্জিলিঙের অন্যতম আকর্ষণ টয় ট্রেন। অনেকেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টয় ট্রেনে চড়ে দার্জিলিঙে যান। আবার অনেকে বাতাসিয়া লুপে গিয়ে জয় রাইড করেন। এবার টয় ট্রেনের আকর্ষণ বাড়তে চলেছে।

DID YOU
KNOW
?
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
পর্যটকেদর কাছে দার্জিলং টয় ট্রেন বরাবরই আকর্ষণীয়। এবার সেই আকর্ষণ বাড়তে চলেছে।

Darjeeling: পর্যটকদের জন্য দারুণ খবর নিয়ে আসছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ (Darjeeling Himalayan Railway) ৷ সব ঠিকঠাক থাকলে পুজোর মরসুমে দেখা মিলবে ঐতিহ্যবাহী ১৩০ বছরের পুরনো টয় ট্রেনের স্টিম ইঞ্জিনের ৷ এমনটাই উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ৷ চলতি মাসেই দিল্লির রেলওয়ে মিউজিয়াম থেকে আসতে চলেছে প্রাচীন এক টয় ট্রেনের স্টিম ইঞ্জিন ৷ দিল্লি থেকে সড়কপথে আনা হবে স্টিম লোকোমোটিভ শার্প, স্টিউয়ার্ট অ্যান্ড কো: ৭৭৭- বি নামে এই ইঞ্জিনটি ৷ হেরিটেজ শিরোপাধারী দার্জিলিং হিমালয়ান রেল পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে একাধিক নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ পুজোর ছুটিতে পর্যটকদের জন্য জঙ্গল টি-সাফারি, কার্শিয়াং ও মহানদী-সহ তিনটে নতুন জয়রাইড চালু করা হয়েছে ৷ তবে, পর্যটকদের মধ্যে স্টিম ইঞ্জিনে টানা টয় ট্রেনের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ ৷

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আকর্ষণ অটুট

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ এবং দার্জিলিংয়ের মধ্য দিয়ে ৮৮ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বছরের উৎসবের মরসুমে পর্যটকদের জন্য রেল কর্তৃপক্ষ তিনটি নতুন জয়রাইড চালু করার পরিকল্পনা করেছে। এই তিন রাইড হল জঙ্গল টি সাফারি, কার্শিয়াং সাফারি এবং মহানদী রাইডস। এই নতুন বিকল্পগুলো থাকা সত্ত্বেও, রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বাষ্পচালিত টয় ট্রেনটি এখনও সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ।

বিদেশে তৈরি স্টিম ইঞ্জিন

৭৭৭- বি ইঞ্জিনটি ১৮৮১ সালে শার্প স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি তৈরি করেছিল। এই ইঞ্জিনটি স্কটল্যান্ডের গ্লাসগোতে অ্যাটলাস ওয়ার্কশপে বানানো হয়েছিল। সে সময় মোট ৩২টি ইঞ্জিন তৈরি হয়েছিল। যার মধ্যে ৭৭৭-বি একটি। ইঞ্জিনটি পাহাড়ের ঢালে দুই ফুটের ন্যারো-গেজ রেল লাইনে চলার জন্য তৈরি করা হয়েছিল এবং এর ওজন ছিল ১৬ টন। প্রথমে, এটি কয়েক বছর হিমাচল প্রদেশে চালানো হয়। এরপর এটিকে দার্জিলিংয়ে পাঠানো হয়েছিল। এবার সেই ইঞ্জিনই চলতে দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।