শহরের কোলাহল ছেড়ে যারা পাহাড়ের কোলে নিস্তব্ধ পাহাড়ি সৌন্দর্যে ডুবে যেতে চান, মানালির কাছেই এই ৩টি জায়গা তাদের জন্য আদৰ্শ। এখনও জন কোলাহলের বাইরে, হিমালয়ার অফবিট রত্ন।
বাঙালির ভ্রমণলিস্টে "দিপুদা" সবার আগে। তারপর পাহাড়ে ঘোরার কথা উঠলে সিকিম, গ্যাংটক ছাড়িয়ে তবে হয়তো মানালির দিকে পা বাড়ায়। এবার মানালিতে ঘুরতে গিয়ে যদি দেখেন প্রচুর ভিড়। নিজের মতো করে পাহাড়ি পরিবেশ উপভোগ করাই যাবে না, হতাশ না হয়ে চলে আসতে পারেন পাহাড়ি গ্রাম - কেলং, কিলার এবং সুরাল।
শহরের কোলাহল ছেড়ে যারা পাহাড়ের কোলে নিস্তব্ধ পাহাড়ি সৌন্দর্যে ডুবে যেতে চান, মানালির কাছেই এই ৩টি জায়গা তাদের জন্য আদৰ্শ। এখনও জন কোলাহলের বাইরে, হিমালয়ার অফবিট রত্ন। এই প্রতিবেদনে মানালির কাছে এই ৩টি জায়গার কথাই তুলে ধরা হলো।
১। কেলং
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৫০ মিটার উচ্চতায় অবস্থিত লাহুল জেলার গুরুত্বপূর্ণ শহর কেলং। পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ আর কোলে ছোট্ট জনপদ। এখানে গেলে আপনি অসংখ্য ছোট বড় ও বিখ্যাত কিছু গুম্ফা দেখতে পাবেন।
কীভাবে যাবেন? কোথায় থাকবেন ভাবছেন? মানালি থেকে বাস অথবা গাড়ি ভাড়া করে যেতে পারেন কেলং শহর। খুব বেশি হোটেলের ব্যবস্থা না থাকায় আগে থেকে বুকিং করে আসাই ভালো। আরও মজার বিষয় কি জানেন? এখানে আপনি হোটেলের ব্যালকনি থেকেই দেখতে পাবেন ‘লেডি অফ কেলং’ শৃঙ্গ।
২। কিলার
কেলং থেকে কিলার খুব একটা দূরে অবস্থিত নয়। মূলত উদয়পুর শহরের একটি অংশ, উদয়পুর থেকে এর দূরত্ব ৮০ কিলোমিটার। কিলার যাওয়ার পথে রাস্তা ও প্রাকৃতিক দৃশ্য বেশ ভালো। রাস্তায় তান্ডিতে দেখা মিলবে ভাগা ও চন্দ্রনতির মিলনস্থল। কিলার থেকে বেটার হিমালয় তুষার শৃঙ্গের রূপ চাক্ষুস করা যায়। এছাড়াও দেখতে পাবেন দুটি পাহাড়ের বুক চিরে বয়ে গিয়েছে বেগবান নাল, লোহার পুল।
৩। সুরাল
কিলার থেকে সুরাল মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই পর্যটন স্থলে অনায়াসে ২-৩ দিন কাটিয়ে দেওয়া যায় নিজের মতো করেই। এখানে ঘুরতে গেলে দেখতে পাবেন বহু মনেস্ট্রি। দেখে আসতে পারেন সুন্দর সিনিতান, এছাড়াও বহু মনেস্ট্রি।
কিলার থেকে সুরাল যেতে হলে মোট ৩টি বাস আপনাকে নিয়ে যাবে। দু’ধারের খাড়া পাহাড়ের রাস্তা বেয়ে, অনেকটা চড়াই উতরাই পার করলে তবে গিয়ে গন্তব্যে পৌঁছবেন। তবে জার্নির কষ্ট পাহাড়ের কোলে পৌঁছলেই লাঘব হয়ে আসে।
