Monsoon Travel News: বর্ষাকালে ঘুরতে যেতে পছন্দ করেন? কিন্তু কগী করবেন বুঝতে পারছেন না? রইল বর্ষাকালে ভ্রমণের জন্য দুর্দান্ত কিছু টিপস…
Monsoon Travel News: বাতাসে গরম আবহাওয়া বইলেও জুন-জুলাই মাস মানেই খাতায় কলমে বর্ষাকাল। আর এই বর্ষার মরশুমে অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন। কারণ, বৈশাখ-জৈষ্ঠ্যের তেতেপোড়া গরম থেকে বর্ষাকাল ঢের ভালো বলেই মনে করেন অনেক ভ্রমণপ্রেমী মানুষেরা। তবে বর্ষাকালে জলকাদা ঘুরতে গেলে শুধু পোশাকের দিকে নজর দিলেই চলবে না। মাথায় রাখতে হবে বেশকিছু জিনিস।
বর্ষাকালে বাড়ি থেকে ঘুরতে বেরনোর সময় কী কী জিনিস মাথায় রাখবেন বুঝতে পারছেন না? রইল টিপস... বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।
বর্ষাকাল মানেই কখনও অবিরাম বৃষ্টি আবার কখনও ঝিরি-ঝিরি বারিধারা। আকাশে কালো মেঘের গর্জন। পুরোই অ্যাডভেঞ্চার ব্যাপার। তাই তো বর্ষার মরশুমে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ে অনেকেই ব্যাগপত্র ঘুছিয়ে বেড়িয়ে পড়েন যেদিকে দুচোখ যায়। তবে শুধু দু-চোখ গেলেই হবে না। বর্ষাকালে ঘুরতে যাওয়ার সময় ব্যাগে রাখতে হবে বেশকিছু দরকারি জিনিস। নাহলে পথেঘাটে পড়তে হতে পারে সমস্যায়। কী কী জিনিস রাখবেন সঙ্গে? রইল টিপস।
১. প্লাস্টিক জিপলক:- বর্ষাকালে প্লাস্টিকের এই জিপলকের ভূমিকা অনবদ্য। কারণ, বৃষ্টিতে ব্যাগপত্র ভিজে গেলে সঙ্গে থাকা মোবাইল-পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, ওষুধপত্র নিরাপদে জলের হাত থেকে বাঁচাতে জিপলক অনেক উপকার করবে আপনার। যারফলে বৃষ্টির জলের হাত থেকে সুরক্ষিত থাকবে আপনার দরকারি জিনিসপত্র।
২. জুতো:- বর্ষার মরশুম মানেই চারদিকে কাদা প্যাঁচপেচে অবস্থা। তাই জলকাদায় জুতো ভিজে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বৃষ্টির জলের হাত থেকে বাঁচতে সঙ্গে রাখুন অতিরিক্ত একজোড়া জুতো। যা অসময়ে হবে আপনার মুশকিল আসান। প্লাস্টিকের জুতো বা বর্ষার জুতো রাখতে পারেন সঙ্গে।
৩. অতিরিক্ত জামাকাপড়:- বর্ষাকালে ঘুরতে যাওয়া মানেই ঝড়জলের মুখে পড়তে হতে পারে। আর ভিজে জামাকপড় পরে বেশিক্ষণ থাকা মানেই ঠান্ডা লেগে জ্বর সর্দি-কাশি অবধারিত। ফলে মরশুম পরিবর্তনের সময় ঘুরতে গেলে অতিরিক্ত জামাকাপড় সঙ্গে রাখা জরুরি। এতে কোনও একটি পোশাক ভিজে গেলে সেটি পরিবর্তন করা যায়।
৪. ছাতা-রেইনকোট:- বর্ষাকালে ঘুরতে যাচ্ছেন অথচ ছাতা-রেইনকোট সঙ্গে থাকবে না এটা আবার হয় নাকি। তবে অনেকেই আবার ছাতা নিয়ে বেরতো ভুলে যান। তারজন্য আগে থেকেই ব্যাগে ছাতা-রেইনকোট রাখুন। অতিরিক্ত বর্ষায় বৃষ্টির হাত থেকে বাঁচাবে ছাতা।
৫. স্যানিটাইজার:- কোভিড পিরিয়ড চলে গেলেও পরিস্কার পরিছন্ন থাকতে এখনও স্যানিটাইজার ভীষণ জনপ্রিয় একটি পণ্য আমজনতার ঘরে-ঘরে। তবে বর্ষাকালে বেড়াতে যাওয়ার সময় স্যানিটাইজার সঙ্গে রাখা জরুরি। কারণ, হাতের কাছে সবসময় জল নাও থাকতে পারে। সেক্ষেত্রে পরিস্কার পরিছন্ন থাকতে স্যানিটাইজার রাখা জরুরি। তাহলে আর দেরি কেন? বর্ষায় আপনার নেক্সস্ট ভ্রমণ ডেস্টিনেশনে সঙ্গে রাখুন এই জিনিসগুলি। তাহলে অসময়ে পড়তে হবে না সমস্যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


