পুজোর ছুটিতে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সুখবর। ২৭ সেপ্টেম্বর থেকে ভারতীয় পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ঐতিহাসিক ডোকলাম ও চো-লা। কিছু নিয়ম-নীতি মেনে ভারতীয় পর্যটকরা এই সুযোগ নিতে পারবেন। পুজো এবার নতুন ধামাকা।
এবার পুজোয় নতুন ধামাকা। যারা পূজোর ছুটিতে ঘুরতে খুব ভালোবাসেন, যারা প্রকৃতির টানে বারবার পাহাড়ে ছুটে যান তাদের জন্য এবার একটা বড় সুখবর। শারদ উৎসবের ঠিক আগে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ভুলে যাচ্ছে এক রোমাঞ্চকর জায়গা। দীর্ঘদিন সামরিক ইতিহাসের সাক্ষী হয়ে থাকা চো-লা ও ডোকলামে এবার খুলে যাচ্ছে ভারতীয় পর্যটকদের জন্য।
দুর্গাপুজো শুরুর ঠিক একদিন আগে ২৭ সেপ্টেম্বর কেবল ভারতীয় পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ঐতিহাসিক ঘটনার সাক্ষী ওই দুই রণক্ষেত্র। সোমবার সিকিম সরকারের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগের তরফে এই কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে কিছু নিয়ম-নীতি, বিধিনিষেধও আছে।
সোমবার রাজ্যের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তর জানায়, আপাতত কেবলমাত্র ভারতীয় নাগরিকরা এই সুযোগ পাবেন। বিদেশিদের প্রবেশের অনুমতি ছাঙ্গুর বাইরে দেওয়া হবে না। প্রাথমিকভাবে প্রতিদিন ২৫টি গাড়ি প্রবেশ করতে পারবে। খুব শিগগিরই পারমিট দেওয়া শুরু হবে।
ডোকলাম পূর্ব সিকিমে, গ্যাংটক থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৮৮০ ফুট উঁচুতে। ২০১৭ সালে এখানেই ভারত-চিন সেনার মধ্যে টানা দু’মাস উত্তেজনা তৈরি হয়েছিল। আট বছর পরে পর্যটনের নতুন দিগন্ত খুলছে এই এলাকায়।
অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় চো-লা পাস। নাথু-লা পাস থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই গিরিপথ একসময় সিকিম-তিব্বতের বাণিজ্যপথ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। ১৯৬৭ সালে এখানেও ভারত-চিন সেনার সংঘর্ষ হয়েছিল। সিকিম রাজ পরিবারও একসময়ে নিয়মিত এই পথ ব্যবহার করত।


