সংক্ষিপ্ত

ঐতিহাসিকভাবে যেমন এই মন্দির অত্যন্ত মর্যাদাসম্পন্ন, তেমনই ধর্মের দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। এই মন্দির সম্পর্কে কথিত আছে ৬টি আশ্চর্যজনক তথ্য।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতে অবস্থিত ঐতিহাসিক কেদারনাথ মন্দির। ঐতিহাসিকভাবে যেমন এই মন্দির অত্যন্ত মর্যাদাসম্পন্ন, তেমনই ধর্মের দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। এই মন্দির সম্পর্কে কথিত আছে ৬টি আশ্চর্যজনক তথ্য।

ইতিহাস অনুযায়ী, বিশ্বাস করা হয় যে, মহাভারতের পঞ্চ পাণ্ডব, অর্থাৎ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, রাজা পাণ্ডুর পাঁচ পুত্র নির্মাণ করেছিলেন এই কেদারনাথ মন্দির।

১৪০০ বছর আগে এই মন্দির পুনর্নির্মাণ করেছিলেন অষ্টম শতাব্দীর বেদ-জ্ঞানী পণ্ডিত আদি শঙ্করাচার্য।

ভগবান শিবের মোট ১২টি পবিত্র জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেগুলির মধ্যে একটি হল কেদারনাথ।

আঞ্চলিক মানুষের বিশ্বাস, দেবতা কেদারনাথই প্রত্যেক বছর বিভিন্ন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে ভৈরব মন্দিরটিকে রক্ষা করে থাকেন।

মন্দিরটির তলায় ৬ ফুট উঁচু মঞ্চ করা আছে। এই মঞ্চের ওপরেই ঐতিহাসিক কাল থেকে দাঁড়িয়ে আছে বিরাট কেদারনাথ মন্দির।

কেদারনাথ মন্দিরের ছাদ কেবলমাত্র একটি পাথর। মাত্র একটি পাথর দিয়ে বিশাল মন্দিরটির ছাদ নির্মিত হয়েছে।