সংক্ষিপ্ত
ব্যস্ত সময় থেকে আধ ঘন্টা বের করলেই যথেষ্ট। কোকো পাউডার (Cocoa Powder) আর ঘরোয়া কয়টি উপকরণ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এতে একদিকে যেমন দূর হবে ব্রণর (Acne) সমস্যা সঙ্গে ত্বক উজ্জ্বল হবে। এই প্যাক ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পড়বে না। জেনে নিন কী করে বানাবেন চকোলেট ফেসপ্যাক (Chocolate Face Pack)।
একদিকে সংসারের চাপ, অন্য দিকে অফিসের চাপ (Work Pressure)। এই সবে নিজের জন্য সময় নেই। ত্বকের যত্ন (Skin Care) নেওয়া হয়ে ওঠে না একেবারেই। তাই যত্নের অভাবে ত্বক কালো হয়ে যাচ্ছে, ত্বকে দেখা দিচ্ছে বয়সের ছাপ। এই সময় ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন চকোলেটের ফেসপ্যাক। ব্যস্ত সময় থেকে আধ ঘন্টা বের করলেই যথেষ্ট। কোকো পাউডার (Cocoa Powder) আর ঘরোয়া কয়টি উপকরণ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এতে একদিকে যেমন দূর হবে ব্রণর (Acne) সমস্যা সঙ্গে ত্বক উজ্জ্বল হবে। এই প্যাক ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পড়বে না। জেনে নিন কী করে বানাবেন চকোলেট ফেসপ্যাক (Chocolate Face Pack)।
ব্রণ (Acne) দূর করতে ব্যবহার করতে পারেন চকোলেট প্যাক। একটি পাত্রে ১ চা চামচ বেকিং পাউডার নিন। তাতে মেশান সম পরিমাণ কোকো পাউডার। ভালো করে মিশিয়ে নিন। এবার মেশান দারুচিনি গুঁড়ো। মধু (Honey) দিন। প্রয়োজনে সামান্য জল দিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে দূর হবে ব্রণ।
চকোলেট পাউডার (Cocoa Powder) আর মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে চকোলেট পাউডার আর মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানান। প্যাক বানানোর সময় গোলাপ জল অথবা জল ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে দুটি এই প্যাক ব্যবহার করতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে।
মিল্ক পাউডার (Milk Powder) ও ডার্ক কোকো পাউডার (Dark Cocoa Powder) মিশিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে মিল্ক পাউডার ও সম পরিমাণ ডার্ক কোকো পাউডার নিন। জল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। এই প্যাক ব্যবহার বয়সের ছাপ দূর হবে। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করা যেতে পারে।
ত্বক উজ্জ্বল করতে স্ট্রবেরি (Strawberry) ও কোকো পাউডারের প্যাক বানাতে পারেন। প্রথমে স্ট্রবেরি মিহি করে পেস্ট করে নিন। এবার তার সঙ্গে মেশান কোকো বিনস পাউডার (Powder)। সামান্য জল দিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করতে পারেন। ট্যান (Tan) দূর করতে, ত্বক উজ্জ্বল করতে এই প্যাক বেশ উপকারী। তাই উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন চকোলেট ফেসপ্যাক।
আরও পড়ুন: ভিটামিন সি-তে পরিপূর্ণ পাতিলেবুর গুণে উজ্জ্বল হবে ত্বক, রইল কয়টি প্যাকের হদিশ
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-র আগে ত্বকে আনুন গোলাপি আভা, মেনে চলুন এই কয়টি টিপস
আরও পড়ুন: আপনার বাচ্চার খাওয়ারে অনীহা, ট্রাই করুণ আয়ুর্বেদিক টোটকা