সংক্ষিপ্ত
এবার চুলে যত্নে ব্যবহার করতে পারেন মেথি। মেথি দিয়ে তেল বানান। রইল পদ্ধতি। অথবা বানাতে পারেন প্যাক। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন মেথি।
রূপচর্চায় ঘরোয়া টোটকার ব্যবহার বহুদিন ধরে চলে আসছে। ঘরোয়া উপায় তৈরি প্যাক ব্যবহার করলে যেমন ত্বক উজ্জ্বল হয়, তেমনই চুল মজবুত হয়। এবার চুলে যত্নে ব্যবহার করতে পারেন মেথি। মেথি দিয়ে তেল বানান। অথবা বানাতে পারেন প্যাক। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন মেথি।
কাঁচের জারে আধ কাপ মেথি দানা নিন। এবার জারে দানার সঙ্গে মেশান তেল। নারকেল তেল, জলপাই তেল, জোজোবা অয়েল, আমন্ড অয়েল অথবা নারকেল তেল মেশাতে পারেন। দানা ও তেল এক সঙ্গে মিশিয়ে নিন। এই সময় জারের মুখ ভালো করে আটকে তা সূর্যের আলো রেখে দিন। ৩ থেকে ৬ সপ্তাহ রেখে দিন। ৬ সপ্তাহ পরে তেল ছেঁকে নিন। এবার তেলটি একটি প্লাস্টিকের বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন। এই তেল প্রায় এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
পরিমাণ মতো নারকেল তেল নিন। তাতে মেশান মেথির দানা। এই তেল গরম করুন। মেথির দানা লাল হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এবার দানা চিপে তেল বের করে নিন। এই তেল ঠান্ডা করে একটি পাত্রে ঢালুন। এবার রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করতে পারেন। সকাল উঠে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এই তেল।
মেথির তেল, নারকেল তেল, জলপাই তেল, আমন্ড অয়েল নিন ১ টেবিল চামচ করে। এবার এই তেল গরম করুন। স্ক্যাল্পে লাগান। অন্তত ৪৫ মিনিট মাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে চুল মজবুত হবে।
এছাড়াও বানাতে পারেন মেথির প্যাক। মেথি বেটে নিন। তার সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। অথবা ডিম দিয়ে বানান প্যাক। চুলের যত্নে মেথি ও ডিমের প্যাক বেশ উপকারী। এবার এই ডিমের সঙ্গে মেশান মেথি। একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। তাতে মেশান মেথি বাটা আর অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে নিন। চাইলে মেথি গুঁড়োর সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়েও প্যাক বানাতে পারেন। এই প্যাক চুলের জন্য বেশ উপকারী।
আরও পড়ুন- পূজিত হচ্ছে ছেলেদের যৌনাঙ্গ, জেনে নিন ‘পেনিস ফেস্টিভ্যাল’-এর অদ্ভুত রীতি প্রসঙ্গে
আরও পড়ুন- কাশ্মীরে আরও রোমান্টিক শোভন-বৈশাখী, দেখুন সেরা জুটির ভাইরাল ছবি
আরও পড়ুন- মাসিক পিছতে আর ওষুধ নয়, মেনে চলুন ঘরোয়া টোটকা, এই ১০ উপায় উপকার পাবেন