সংক্ষিপ্ত

ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে আমরা সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলি। আজ রইল বিশেষ তিনটি প্যাকের হদিশ। ফেসিয়ালের মতো উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা। রইল কয়টি বিশেষ প্যাক। দেখে নিন কীভাবে বানাবেন।

দাগহীন উজ্জ্বল ত্বক কার না পছন্দ। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ও ত্বক উজ্জ্বল করতে আমরা কত কী করে থাকি। প্রতি মাসে গ্যাঁটের কড়ি খরচ করে চলে ফেসিয়াল। এর সঙ্গে নানান প্রোডাক্ট তো আছেই। আবার অনেকেই ঘরোয় টোটকা বেছে নেন। ত্বকের ট্যান তুলতে কেউ ব্যবহার করেন পাতিলেবুর রস, তো কেউ লাগান শসার রস। তেমনই ব্রণ দূর করতে কেউ ব্যবহার করেন লবঙ্গের তেল তো কেউ লাগান রসুনের পেস্ট। তাছাড়া, ত্বকের কালো ছোপ তো আছেই। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে আমরা সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলি। আজ রইল বিশেষ তিনটি প্যাকের হদিশ। ফেসিয়ালের মতো উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা। রইল কয়টি বিশেষ প্যাক। দেখে নিন কীভাবে বানাবেন। 

ময়দা ও চন্দনের প্যাক বানাতে পারেন। প্রথম চন্দন বেটে নিন। অথবা দোকান থেকে কিনে আনুন গুঁড়ো চন্দন। এবার একটি পাত্রে ১ চামচ ময়দা, ১ চামচ বেসন, ২ টেবিল চামচ গোলাপ জল নিয়ে ভালো করে মেশান। প্রয়োজনে এতে জল মেশাতে পারেন। এবার এর সঙ্গে মেশান চন্দন বাটা বা চন্দন গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে ফেলুন। মুহূর্তে দূর হবে ত্বকের যাবতীয় সমস্যা। উজ্জ্বল হবে ত্বক। 

ব্যবহার করতে পারেন বেসন ও মধুর প্যাক। এতটি পাত্রে ১ টেবিল চামচ বেসন নিন। তাতে মেশান মধু। সামান্য জল দিতে পারেন। এবার দিন পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। প্যাক তৈরি করে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে ফেলুন। মুহূর্তে দূর হবে ত্বকের যাবতীয় সমস্যা। উজ্জ্বল হবে ত্বক। 

বানাতে পারেন ওটসের প্যাক। একটি পাত্রে ১ চা চামচ ওটস নিন। তবে প্রথম তা ভালো করে গুঁড়ো করে নেবেন। এবার এর সঙ্গে মেশান মধু। প্রয়োজনে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে ফেলুন। মুহূর্তে দূর হবে ত্বকের যাবতীয় সমস্যা। উজ্জ্বল হবে ত্বক। নিয়মিত ব্যবহার করুন এই প্যাক। ফেসিয়ালের মত উজ্জ্বল ত্বক পেতে পারেন এই ঘরোয়া প্যাকের গুণে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারেই মিলবে উপকার।  
  
 

আরও পড়ুন- শুধু ট্যান থেকে মুক্তি পেতে নয়, এই ১০টি কারণে নিয়মিত ব্যবহার করুন সানস্ক্রিন

আরও পড়ুন- মিমি থেকে স্বস্তিকা ৫ বাঙালি নায়িকার এই সব অ্যাকসেসরিজ যা নজর কাড়বে আপনারও

আরও পড়ুন- রহস্যের পরত খুলে মিশরে সন্ধান ৪৫০০ বছর পুরনো মন্দিরের , সূর্য মন্দিরের নিচে রয়েছে গোপন কুঠরি