সংক্ষিপ্ত

  • মৎস্যজীবীদের জালে বিশালাকাল মাছ
  • মাছটিকে দেখতে বাজারে মানুষের ভিড়
  • শিকেয় উঠল স্বাস্থ্যবিধি
  • ঘটনাটি ঘটেছে দিঘায়

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর: ফের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকার চিল শঙ্কর মাছ। করোনা আতঙ্ক ভুলে বাজারে ভিড় উপচে পড়ল স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। ঘটনাস্থল, দিঘা।

আরও পড়ুন: শিবপুজো করতে গিয়ে ঘটল দুর্ঘটনা, দামোদর নদে তলিয়ে গেল ৪ বন্ধু

করোনা তখন লকডাউন চলছিল পুরোদস্তুর। এ রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। মাছ ধরা বন্ধ ছিল প্রায় মাস তিনেক। ১৫ জুন থেকে ফের স্বাভাবিক ছন্দ ফিরেছে দিঘায়। ফের সমুদ্রে মাছ ধরতে ট্রলারে চেপে সমুদ্রে যাচ্ছেন মৎস্যজীবীরা, খুলে গিয়েছে মোহনা মৎস্য নিলামকেন্দ্রটিও।

আরও পড়ুন: লকডাউনে নয়া কর্মসংস্থান, শিলিগুড়িতে কাজের সুযোগ পাবেন করোনাজয়ীরা

জানা গিয়েছে, পড়শি রাজ্য ওড়িশার বাসিন্দা এক ব্যক্তি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন একদল মৎস্যজীবী। তাঁদের জালে ধরা পড়েছে বিশালাকার একটি চিল শঙ্কর মাছ। মাছটির ওজন ৭৮০ কেজি। সোমবার সকালে যখন মাছটি মোহনা বাজারে আনা হয়, ততক্ষণে খবর চাউর হয়ে গিয়েছে এলাকায়। সচরাচর এমন মাছে দেখা মেলে না, তাই বাজারে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। রীতিমতো ভিড় জমে যায়।

মাছটি কিনল কে? নিলামে চিল শঙ্কর মাছটি কিনেছেন নদিয়ার রানাঘাটের পাইকারি ব্যবসায়ী। দর উঠেছিল ৩২ হাজার টাকা।  উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে দিঘায় সমুদ্রে ধরা পড়েছে বিশালাকার মাছ। গত মার্চে ৯০০ কেজি শঙ্কর মাছ ওঠেছিল জালে। সেবাঅ যথারীতি বাজারে ভিড় করেছিলেন বহু মানুষ।