সংক্ষিপ্ত

  • খড়্গপুর পৌর এলাকাতে ১২ জন করোনা আক্রান্ত
  • কোয়ারেন্টাইনে গিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার
  • বিপাকে মহকুমা শাসক সহ স্থানীয় ২০ জন কাউন্সিলর
  • এই অবস্তার জন্য় তৃণমূল দায়ী বললেন দিলীপ ঘোষ 

শাহজাহান আলি, মেদিনীপুর: খড়্গপুর পৌর এলাকাতে বর্তমানে প্রাক্তন পুরপ্রধান সহ ১২ জন করোনাতে আক্রান্ত রয়েছেন ৷ সংশ্রবে থাকায় কোয়ারেন্টাইনে গিয়েছেন নিরাপত্তারক্ষী সহ অতিরিক্ত পুলিশ সুপার, ব্লক স্বাস্থ্য আধিকারিক,মহকুমা শাসক সহ স্থানীয় ২০ জন কাউন্সিলর ৷ এই পরিস্থিতির জন্য টিএমসিকে দায়ী করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, খড়্গপুরকে করোনা হাব বানিয়েছে টিএমসি, সেই দলের নেতাদের চামচামি করার জন্য পুলিশ প্রশাসনের আধিকারিকরাও কোয়ারেন্টাইনে গেছেন। বিপাকে পরিষেবা না পেয়ে খড়্গপুরের লোকজন ভুগছেন। যদিও দিলীপ ঘোষের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলে পাল্টা কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির৷
 
শুক্রবার মেদিনীপুর শহরে কেরানীতলাতে স্থানীয়দের জন্য করোনা প্রতিরোধী হিসেবে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক এলবাম বিলি করেন দিলীপ ঘোষ সহ বিজেপি জেলা নেতারা ৷ পরে সেখান থেকে বিজেপি জেলা দলীয় কার্যালয়ে হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানে মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তের লোকজনকে বিজেপিতে যোগদান করান ৷ বিজেপির দাবি এরা টিএমসি ও অন্যান্য দলের থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ৷  

এদিন দিলীপ ঘোষ হোমিওপ্যাথি ওষুধ বিলির সময়ে উপস্থিতদের উদ্দেশ্যে করোনা প্রতিরোধী হিসেবে কি করতে হবে পরামর্শ দিতে গিয়ে বলেন- "করোনা ঠাকুরের জন্য বর্তমানের বিভিন্ন নিয়ম মেনে চলুন৷ না হলে করোনার করুনা পাওয়া যাবে না ৷ মায়ের দয়া হয় শুনেছি, কিন্তু করোনা-র দয়া হলে শেষ হতে হবে ৷ তবে করোনা ঠাকুর কতদিন থাকবে কেউ জানে না ৷ এর পুজোর কোনও বিধি নেই , অনেক সময় লাগতে পারে ৷ মা দুর্গা এসে ৫ দিনে বিদায় হন, এই ঠাকুর কতদিনে যাবেন জানি না ৷ থাকলে থাকুন,আমাদের বাড়িতে কুকুর বিড়াল সবই থাকে, এটাই থাকুক৷ তবে আমার যা ধারণা চিনের মাল বেশিদিন টেকে না,ওদের যন্ত্রাংশ বেশিদিন চলে না, ওদের অসুখও বেশিদিন যাবে না ৷ চিনা কমিউনিস্ট টেকেনি, ভাইরাসও টিকবে না ৷আমরা চিনকেও আটকাব, চিনের ভাইরাসকেও আটকাব ৷" 

এদিন খড়্গপুরে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ দিলীপ ঘোষ বলেন- " খড়্গপুরটাকে করোনা হাব বানিয়েছে টিএমসি ৷ সেখানকার বিধায়ক দিনের পর দিন নিয়ম না মেনে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন ৷তার সাথে সেখানকার ওসি, আইসি, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক নেতাদের চামচাগিরি করেছেন বলে করোনা হয়ে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে ৷যে কারনে প্রশাসন ঠিক করে চলছে না ৷ রাস্তা পরিষ্কার থেকে সব স্থগিত ৷ময়লা ফেলার স্থানে লাশ লুকিয়ে ফেলে দিয়ে এসেছে ওরা ৷ পুরো শহরের প্রশাসন ভেঙে পড়েছে ৷সবাইকে বিপদে ফেলে পালিয়েছেন ৷ ওখানকার চেয়ারম্যান থেকে কাউন্সিলার, পুলিশ অফিসার সবার নামে এফআইআর করা উচিত ৷তারা লকডাউন থেকে দুরত্ব কিছুই মানেনি ৷ ওদের জন্য মানুষ ভুল পথে যাচ্ছে ৷ আর দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করছে ওরা ৷এই অকর্মন্য নিকম্মা অসত নেতাদের চামচাগিরি করে সবাইকে বিপদে ফেলেছেন ৷ আমরা করোনা ফাইটারদের সম্মান জানালাম, এখানে টিএমসি নেতারা করোনা কেরিয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ রাজনীতি করতে গিয়ে রাজ্যকে বিরাট বিপদের সামনে ফেলে দিয়েছে ৷ "

তবে তার বক্তব্যকে খন্ডন করে টিএমসি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন-"ওই ভদ্রলোকের মাথার সুস্থ্যতা সমন্ধে রীতিমতো সন্দেহ রয়েছে ৷ মুখ খুললেই ভুল কথা ও লোকের খুত দেখে বেড়ায় ৷পুলিশী নিরাপত্তায় থেকে পুলিশকে গালি দেন, পুলিশ সরলেই ওর লোকেরাই ওর ওপরে হাত তুলবে  ৷ এতোদিন করোনা পরিস্থিতিতে মানুষের কাছে আসেন নি ৷এখন পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছেন ৷ পাগলের প্রলাপ বলছেন ৷ টিএমসি ওদের মতো নয়, করোনার ভয়ে কলকাতার অফিসে বসে থাকবে ৷টিএমসি মানুষের সেবা করেছে ৷ মানুষকে সাহস দিতে প্রতি পাড়ায় গিয়েছে ৷ করোনা টিএমসি ছড়ায় নি ৷ ছড়িয়েছে কেন্দ্র সরকারের ভুল পদক্ষেপ ৷সেটাকেই চাপা দিতে মিথ্যা বলে চলেছেন ওরা ৷ "