সংক্ষিপ্ত

 

  • করোনা আতঙ্কে থরহরিকম্প রাজ্য
  • দিঘায় আতঙ্কের লেশমাত্র নেই
  • পর্যটকরা ব্যস্ত সমুদ্রস্নানে
  • স্যানিটাইজার বিলি স্বাস্থ্যকর্মীদের

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন। কিন্তু আতঙ্কের লেশমাত্র নেই পর্যটকদের! বরং দল বেঁধে সমুদ্রে স্নান করতে ব্যস্ত সকলেই। মঙ্গলবার দিনভর এমনই ছবি ধরা পড়ল সৈকতশহর দিঘায়।

আরও পড়ুন: আসল বলে নকল মাস্ক বিক্রি, কীভাবে চলছে জাল কারবার

প্রতিষেধক নেই, সচেতনতাই ভরসা। এদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত এই মারণ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দু'জন। সুস্থ থাকবেন কি করে? মুখে মাস্ক পরে রাস্তা বেরোতে হবে, বারবার ধুতে হবে হাত। তেমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবিলায় ২০০ কোটি টাকা তহবিল তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ, এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। এই যখন পরিস্থিতি, তখন ভিন্ন ছবি ধরা পড়ল দিঘায়।

আরও পড়ুন: মুখে মাস্ক থাকলে ঘনিষ্ঠ হতে বাধা নেই, আজব চিত্র কুলটির যৌনপল্লীতে

এ রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘা। বছরভরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। ভিড় উপচে পড়ে সাপ্তাহান্তে কিংবা ছুটির দিনে। করোনা আতঙ্কে এখন জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যের অন্যন্য় পর্যটনকেন্দ্রে যখন সুনশান, তখন দিঘায় কিন্তু বেড়াতে চলে এসেছেন অনেকেই। সংক্রমণ ঠেকাতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের স্যানিটাইজার বিলি করছেন স্বাস্থ্যকর্মীরা। পরীক্ষা দেখা হচ্ছে শরীরের তাপমাত্রাও। এরইমধ্যে সমুদ্র স্নানের মেতে উঠেছে উৎসাহীরা। ভয় করছে না? পর্যটকদের সাফ কথা, 'পরিস্থিতি যাই হোক না কেন, বাঙালিরা ঘুরতে ভালোবাসে। করোনা আতঙ্ক বেশিদিন তাঁদের গ্রাস করতে রাখতে পারবে না।'

 

View post on Instagram
 
View post on Instagram
 
View post on Instagram