সংক্ষিপ্ত

মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই।  ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ। কীভাবে গুজরতের এক গ্রামের মেয়ে হয়ে উঠল কামাথিপুরার ম্যাডামজি। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই । মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত খবর থাকে  তার নখদর্পনে। গুজরাতের এক গ্রামের মেয়ে কীভাবে হয়ে উঠল মুম্বইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাথিপুরার ম্যাডামজি , তা এবার রূপোলি পর্দায় তুলে ধরলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। মুম্বইয়ের রেডলাইট এলাকার উন্নয়নেক জন্য রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেয় গাঙ্গুবাই (Gangubai Kathiawadi)। যৌনপল্লীর পতিতা নারীদের লড়াই, যন্ত্রণা, তাদের সন্তানদের যোগ্য সম্মান দাবিতে সরব হতে দেখা যায় গাঙ্গুবাঈ-কে। রাজিয়া বাঈকে নিজের জমি ছাড়তে নারাজ গাঙ্গুবাঈ (Alia Bhatt) । কামাথিপুরের  মাফিয়া কুইনের নাভিশ্বাস ওঠা প্রতিটা মুহূর্তকে যেন পর্দায় জীবন্ত করে তুলেছেন আলিয়া ভাট।  ছবিতে মাফিয়া কুইন হিসেবেই দেখা মিলবে আলিয়াকে । সাধারণ কিশোরীর নির্মম গণিকালয়ের মালকিন হয়ে ওঠার জার্নি ফুটে উঠবে এই ছবিতে। 
 

ছবির নাম: গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

পরিচালক:  সঞ্জয় লীলা বনশালি

অভিনেতা-অভিনেত্রী:  আলিয়া ভাট,  অজয় দেবগণ, বিজয় রাজ ,শান্তনু মহেশ্বরী, হুমা কুরেশি

রেটিং:  ৩.৫/৫

 

গল্প: মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই।  ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ। কীভাবে গুজরতের এক গ্রামের মেয়ে হয়ে উঠল কামাথিপুরার ম্যাডামজি। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই । মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত খবর থাকে  তার নখদর্পনে। গুজরাতের এক গ্রামের মেয়ে কীভাবে হয়ে উঠল মুম্বইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাথিপুরার ম্যাডামজি , তা এবার রূপোলি পর্দায় তুলে ধরলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। মুম্বইয়ের রেডলাইট এলাকার উন্নয়নেক জন্য রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেয় গাঙ্গুবাই (Gangubai Kathiawadi)। যৌনপল্লীর পতিতা নারীদের লড়াই, যন্ত্রণা, তাদের সন্তানদের যোগ্য সম্মান দাবিতে সরব হতে দেখা যায় গাঙ্গুবাঈ-কে। রাজিয়া বাঈকে নিজের জমি ছাড়তে নারাজ গাঙ্গুবাঈ (Alia Bhatt) । কামাথিপুরের  মাফিয়া কুইনের নাভিশ্বাস ওঠা প্রতিটা মুহূর্তকে যেন পর্দায় জীবন্ত করে তুলেছেন আলিয়া ভাট।  ছবিতে মাফিয়া কুইন হিসেবেই দেখা মিলবে আলিয়াকে । সাধারণ কিশোরীর নির্মম গণিকালয়ের মালকিন হয়ে ওঠার জার্নি ফুটে উঠবে এই ছবিতে। 

অভিনয়: আলিয়ার অভিনয়কে সেলাম। পর্দায় গাঙ্গুবাঈয়ের চরিত্রে নয় বরং নিজেই হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ।গাঙ্গুবাঈয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়া ভাট। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন আলিয়া ভাট।  এক মুহূর্তের জন্যও ফিকে হতে দেননি গাঙ্গু-কে।   এত কম বয়সে এভাবে দাপুটে অভিনয়ে চোখ সরানো দায়। মুম্বইয়ের  আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন করিম লালার চরিত্রে চেনা ঢঙে ধরা দিয়েছেন অজয় দেবগণ।  ছবিতে লালার চরিত্রে অজয় দেবগণ অভিনয় নজর কেড়েছে। । রাজিয়া বাঈয়ের চরিত্রে পাটিয়ে অভিনয় করেছেন বিজয় রাজ।

চিত্রনাট্য: গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির ট্রেলারেই  আলিয়াকে বলতে শোনা গিয়েছিল, টকেহতে হ্যায় কামাঠিপুরা মে কভি আমাবাস কি রাত নেহি আতি। কিঁউকি ওয়াহা গাঙ্গু রেহতি হ্যায়। অউর গাঙ্গি চাঁদ থি অউর চাঁদ রহেগিট। গাঙ্গুবাঈয়ের চরিত্রের জন্য এটাই যেন যথেষ্ঠ। কামাঠিপুরার পতিলালয় সত্যিই যেন চাঁদ আলিয়া ভাট। এস হুসেন জাইদির লেখা বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই' অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ষাটের দশকে মুম্বিয়ে যৌন সাম্রাজ্য থেকে সমাজকর্মী ও  মাফিয়া গল্প বলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।

 


সিনেমাটোগ্রাফি: ছবির সিনোমাটোগ্রাফি নিয়ে কোনও কথাই হবে না। কারণ পরিচালক সঞ্জয় লীলা বনশালি মানেই বিগ সাইজ চলচ্চিত্রায়ণ। অন্যদিকে আলিয়া-বনশালির প্রথম জুটির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। বনশালির বিগ বাজেটের ছবিতে এত সুন্দর করে গাঙ্গুকে প্রতিটি মুহূর্তকে সাজানো হয়েছে যে গাঙ্গুর থেকে চোখ সরাতে পারেননি দর্শক। তবে  গাঙ্গুবাঈ বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে যে একটু ঝিমিয়ে পড়ে। যদিও ক্ল্যাইম্যাক্সে সেই হারানো সুর ফিরিয়ে এনেছেন সঞ্জয় লীলা বনশালি। 

পরিচালনা: সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল। কতটা প্রত্যাশা পূরণ করল বনশালি। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র সিনেমার গতি মন্থর, অনেকেরই মনে হতে পারে বিক্ষিপ্ত চিত্রনাট্য। তবে আলিয়া-বনশালির প্রথম জুটির এই সিনেমাতে গাঙ্গুর থেকে চোখ ফেরানোর সময় দেননি বনশালি। শুধু তাই নয়, গাঙ্গুবাইকে হাইলাইট করতে গিয়ে বাকি চরিত্রদের সামান্য হলেও ফিকে করে ফেলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তবে গুজরাতের এক গ্রামের সাধারণ মেয়ে কীভাবে হয়ে উঠল মুম্বইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাঠিপুরার ম্যাডামজি , তা জানতে হলে অবশ্যই দেখতে হবেসঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ।

আরও পড়ুন-প্যান্ট না পরে ঢিলেঢালা শার্টে রাস্তায় বেরোতেই কটাক্ষ মালাইকাকে, সেক্সি উরুতে ভিড়মি খেলেন নেটিজেনরা

আরও পড়ুন-যৌবনাসিক্ত শরীরে উষ্ণ আবেদন, মাত্র ১৫ বছর বয়সেই হটনেসে ছক্কা হাঁকিয়েছেন উর্বশী রাউতেলা

আরও পড়ুন-'গাঙ্গু' জ্বরে কাবু গোটা দেশ, বনশালির ছবিতে অজয়ের ডবল পারিশ্রমিক হাঁকালেন আলিয়া