সংক্ষিপ্ত

  • পাকিস্তানে আবারও বিস্ফোরণ 
  • করাচিতে একটি চার তলা বাড়িতে হামলা 
  • মৃত্যু হয়েছে ৩ জনের 
  • আহতের সংখ্যা ১৫ 
     

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবার জঙ্গিদের নিশানায় ছিল করাচি। বুধবার সকালেই করাচির গুলশন ই ইকবাল এলাকার মাসকান চৌরঙ্গীর কাছে একটি বহুতলে বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহত আর নিহতদের স্থানীয় প্যাটেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। 

তবে বিস্ফোরণের প্রকৃতি নিয়ে কিছুটা হলেও ধ্বন্দ্বে পড়েছে তদন্তকারীরা। কারণে এখনও পর্যন্ত তদন্তকারীরা জানতে পারেননি কী জাতীয় বিস্ফোরণ।  বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে তদন্তকারীদের একটি অংশ মনে করছে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।  অন্য একটি দল দাবি করেছে এটি সাধারণ বিস্ফোরণ। 

প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, বিল্ডিং-এর দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়েছিল। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশাপাশি বাড়িগুলিও কেঁপে উঠেছিল। আসপাশের বেশ কয়েকটি অফিস বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার মাত্র এক দিন আগেই করাচির শিরীন জিন্নাহ কলোনির কাছে একটি বাস টার্মিনালে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচ জনের।