সংক্ষিপ্ত

ইমরান খান পাকিস্তানের সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ৩ এপ্রিলে পাকিস্তানের সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন তিনি। আর এই টানাপোড়েনের মাঝেই এবার ইমরানকে খুনের চেষ্টার অভিযোগ করেছেন তেহরিক-ই-ইনসাফের এক বর্ষীয়ান নেতা।

গদি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, তিনি আদতে গদি বাঁচাতে পারেন কিনা সেটাই এখন সবথেকে বড় বিষয়। তবে অনেকেই মনে করছেন এবার ইমরান জমানার ইতি হতে চলেছে পাকিস্তানে। ক্ষমতাসীন জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ বিরোধী দলে যোগ জেওয়ার পরই বিপর্যয় নেমে এসেছে ইমরানের রাজনৈতিক জীবনে। কার্যত ইমরান খান পাকিস্তানের সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। জাতীয় পরিষদে তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে। আগামী ৩ এপ্রিলে পাকিস্তানের সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন তিনি। আর এই টানাপোড়েনের মাঝেই এবার ইমরানকে খুনের চেষ্টার অভিযোগ করেছেন তেহরিক-ই-ইনসাফের এক বর্ষীয়ান নেতা। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

পিটিআই নেতা ফয়সাল ওয়াদা একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াক সময় বলেন, "ইমরান খানের জীবন বিপন্ন। তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকী, প্রকাশ্যে ভাষণ দেওয়ার সময় তাঁকে বুলেট প্রুফ জ্যাকেট পরার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু, তা তিনি অস্বীকার করেন। বলেন আল্লাহ যখন চাইবেন তখনই এই পৃথিবী ছেড়ে তিনি চলে যাবেন।" আর এই খবরকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশে। 

আরও পড়ুন- ইমরান খান কি পারবেন গদি বাঁচাতে, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার দাবি পাকিস্তানের বিরোধীদের

ইমরান খানের ইস্তফার খবর নিয়ে সরগরম পাকিস্তানের রাজনীতি। তাঁর সঙ্গে দেখা করেন পাক সেনাপ্রধানও। সেই সাক্ষাৎকারের পরই জাতির উদ্দেশ্যে ভাষণ বাতিল করেন তিনি। এদিকে পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি একটু একটু করে তাঁর দলের সদস্যরাও সঙ্গ ত্যাগ করছেন। যোগ দিচ্ছেন বিরোধী দলে। এই পরিস্থিতিতে গদি বাঁচাতে মরিয়া ইমরান। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।    

সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ইমরান খান সরকারের পতন এখন শুধুই সময়ের অপেক্ষা। উল্লেখ্য, মুত্তাহিদা কওমি মুভমেন্ট- পাকিস্তান ও পাকিস্তাবন তেহরিক ই ইনসাফের জোট সরকার চলছিল পাকিস্তানে। সম্প্রতি এই জোটের সাত জন সদস্য জোট ছেড়ে বেরিয়ে যান। তাঁরা যোগ দেন বিরোধী দলে।  তাতেই অস্তিত্ব সংকটে পড়ে যান ইমরান। 

আরও পড়ুন- স্বামীকে গুলি, তারপর ছেলের সামনে মাকে গণধর্ষণ - শিউরে ওঠা বর্বরতা মাতাল রুশ সৈন্যের

সূত্রের খবর, ইমরানের পর পাকিস্তানের মসনদে বসবেন মুসলিম লীগ নওয়াজ এর সভাপতি ও বিরোধী দলবেতা শেহবাজ শরীফ। এমকিউএম-পির সদস্য খালিদ মকবুল সিদ্দিকীর মতে, তাঁরা পাকিস্তানে সত্যিকারের গণতন্ত্রের সূচনা করবেন। অন্যদিকে শেরিফ বলেছেন পাকিস্তানে এই পরিবর্তন প্রয়োজন ছিল। তবে আনস্থা ভোটের জন্য অপেক্ষা না করে এখনই ইমারানের প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও দাবি করেছেন তিনি। আর এই পরিস্থিতির মধ্যেই এবার ইমরানকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুললেন পিটিআই নেতা।