সংক্ষিপ্ত
অনেক বাচ্চাই জেদি, একগুঁয়ে ও মা-বাবার অবাধ্য হয়ে যায়। বাচ্চার সঠিক ভবিষ্যত (Future) গড়তে কিংবা তাকে বাধ্য বাচ্চার দলে সামিল করতে উদ্যোগ নিন ছোট বয়স থেকেই। এই কয়টি বিষয় শিক্ষা দিন বাচ্চাকে। তবেই সে আপার বাধ্য হবে।
সব মা-বাবাই চান, তাদের সন্তান (Kids) বাধ্য হোক। কিন্তু, সবক্ষেত্রে তা হয় না। ভালোবাসা দিতে গিয়ে অনেক মা-বাবাই তাদের সন্তানকে ঠিক-ভুল শেখাতে ভুলে যান। ছোট বয়সে তার সব দোষ ক্ষমা করে দেন, আর বড় হয়ে এটাই সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক বাচ্চাই জেদি, একগুঁয়ে ও মা-বাবার অবাধ্য হয়ে যায়। বাচ্চার সঠিক ভবিষ্যত (Future) গড়তে কিংবা তাকে বাধ্য বাচ্চার দলে সামিল করতে উদ্যোগ নিন ছোট বয়স থেকেই। এই কয়টি বিষয় শিক্ষা দিন বাচ্চাকে। তবেই সে আপার বাধ্য হবে।
ভুলের জন্য ক্ষমা চাইতে শেখান। ছোট বয়স থেকে এই অভ্যাস (Habits) করাবেন। ছোট খাটো যে কোনও ভুল মেনে নিতে ও ক্ষমা চাওয়ার অভ্যেস তৈরি করুন। জেনে শুনে ভুল করা যে উচিত নয়, তা ছোট থেকে শিক্ষা দিন।
কারও প্রশংসা করতে ও ধন্যবাদ জানাতে শেখান। তা না হলে, মনে হিংসা তৈরি হবে। অনেক বাচ্চা অন্যের প্রশংসা সহজে গ্রহণ করতে পারে না। আপনার বাচ্চার মধ্যে যেন এমন জিনিস না দেখা যায়, সেদিকে খেয়াল রাখুন। আর সব জাকে ধন্যবাদ দিতে শেখান। ছোট থেকে এই শিক্ষা পাওয়া খুবই প্রয়োজন। তা না হলে বড় হয়ে সমস্যায় (Problem) পড়তে পারেন।
বাচ্চাকে ছোট থেকে ঠিক-ভুল ও উপকার-অপকার সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করুন। বাচ্চাকে (Kids) ছোট থেকে শেখান কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়। তবে, তাকে ভয় দেখাবেন না। নিজের ভুল কীভাবে শুধরে নেবে সেদিকে শিক্ষা দিন। তা না হলে, পরে সমস্যায় পড়বেন।
বাচ্চার সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করেন আজকাল সব মা-বাবারা। তবে, বন্ধুর (Friend) মতো মেলামেশা করা ভালো, কিন্তু তার বন্ধু হবেন না। একটা দূরত্ব অবশ্যই রাখুন। আপনার একটু হলেও ভয় পাওয়ার দরকার আছে। তা না হলে, বড় হয়ে সমস্যায় পড়বে। তাই যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, একটা দূরত্ব রাখুন।
বাচ্চাকে কোনও ব্যাপারে ভয় দেখাবেন না। কিংবা কোনও ভুলের জন্য বকা দেবেন না। এতে তারই খারাপ। বাচ্চাকে তার ভুল ধরিয়ে দিন। কিন্তু, সেই ভুলের জন্য ভয়ঙ্কর শান্তি দেবেন না। এতে তার মনে খারাপ প্রভাব পড়বে। তাই বুদ্ধি করে বাচ্চার সঙ্গে মেলামেশা করুন।
আরও পড়ুন- ঘুরে আসতে পারেন দার্জিলিং বা গ্যাংটক, হোলিতে বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা পূর্ব রেলের
আরও পড়ুন- হার্ট রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে রাখতে গরমে প্রতিদিন পান করুন ডাবের জল
আরও পড়ুন- জি বাংলা রান্নাঘরে ছড়ালো দোলের রং, গুড়ো মশলা আর আবিরের মাঝে উঁকি দিচ্ছে লোভনীয় পদ