দুর্গা পূজা ২০২৩ : পুরনো কলকাতার জমিদার বাড়িতে ফিরে যাবেন উন্নয়নী সংঘের পুজোয়

মণ্ডপে ঢুকলে মনে হবে সময় যেন টাইম মেশিনে চাপিয়ে আপনাকে এক শতক আগে নিয়ে গিয়েছে। খড়খড়ি দেওয়া জানালা, গড়গড়া, পুরনো মদের বোতল, গ্লাস, সুরাপাত্র, চেয়ার, আরাম কেদারা - সব কিছুই পরিপাটি করে সাজানো। 

 

/ Updated: Oct 18 2023, 12:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মণ্ডপে ঢুকলে মনে হবে সময় যেন টাইম মেশিনে চাপিয়ে আপনাকে এক শতক আগে নিয়ে গিয়েছে। খড়খড়ি দেওয়া জানালা, গড়গড়া, পুরনো মদের বোতল, গ্লাস, সুরাপাত্র, চেয়ার, আরাম কেদারা - সব কিছুই পরিপাটি করে সাজানো। যেন বাড়ির কর্তা এইমাত্র উঠে গিয়েছে কোথাও, এখনই ফিরে আসবেন। মণ্ডপ সজ্জা নিয়ে চিন্তাভাবনা চোখে পড়বে। ঠাকুর দালানে প্রতিমাও সাবেকি ধাঁচে গড়া। কুঁদঘাট মেট্রো স্টেশনের কাছে পশ্চিম পুটিয়ারির উন্নয়নী সংঘের পুজো এবার নজর কাড়ছে। দেখুন ভিডিও।