Durga Puja 2024: হুগলির সেই বিখ্যাত অট্টালিকা, সিংহ বাড়ির ইতিহাস জানেন?

সিংহ বাড়ি, হুগলি জেলার গুড়াপে অবস্থিত। এই বাড়ির দুর্গাপুজো ৩৫৭ বছরের পুরনো। আর রথযাত্রা ৪০৮ বছর অতিক্রম করেছে ২০২৪ সালেই। এমনকি, এই জমিদার বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ের ধুলোও পড়েছে।

/ Updated: Oct 07 2024, 08:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সিংহ বাড়ি, হুগলি জেলার গুড়াপে অবস্থিত। স্টেশনে নেমে বাস কিংবা টোটোতে করে যেতে হবে ভাস্তারা কমলাসাগর মোড়। তারপর একটু পায়ে হেঁটে গেলেই সেই ঐতিহাসিক অট্টালিকা। প্রায় ৪৫০ বছরের পুরনো এক জমিদার বাড়ি।

এই বাড়ির দুর্গাপুজো ৩৫৭ বছরের পুরনো। আর রথযাত্রা ৪০৮ বছর অতিক্রম করেছে ২০২৪ সালেই। এমনকি, এই জমিদার বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ের ধুলোও পড়েছে।