
Durga Puja 2025: ফিরছে সার্কাসের নস্ট্যালজিয়া, নজর কাড়তে তৈরি সার্ভে পার্কের পুজো
সার্ভে পার্ক নীলপুকুরে এবারের দুর্গাপুজোর থিম 'সার্কাস'। সব বয়সের মানুষকে নস্ট্যালজিক করে তোলার লক্ষ্যে সাজানো হচ্ছে মণ্ডপ। অতীতে সার্কাসে যে ধরনের আয়োজন থাকত, এখানে মণ্ডপে সে সবই থাকছে।
সার্ভে পার্ক নীলপুকুরে এবারের দুর্গাপুজোর থিম 'সার্কাস'। সব বয়সের মানুষকে নস্ট্যালজিক করে তোলার লক্ষ্যে সাজানো হচ্ছে মণ্ডপ। অতীতে সার্কাসে যে ধরনের আয়োজন থাকত, এখানে মণ্ডপে সে সবই থাকছে। সবাই আনন্দ পাবেন। বিখ্যাত চলচ্চিত্র তারকা রাজ কাপুরের জন্মশতবর্ষও এই পুজোর থিমের সঙ্গে জুড়ে গিয়েছে। রাজ কাপুরের বিখ্যাত ছবি 'মেরা নাম জোকার'-এর ধাঁচে মণ্ডপের একটি অংশ সাজানো হচ্ছে। সার্কাস দেখে সবাই আনন্দ পান, কিন্তু সার্কাসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক কষ্ট করতে হয়। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই আয়োজকদের লক্ষ্য। এই পুজোর সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডল। তিনি ছোটবেলার কথা ভেবে নস্ট্যালজিক হয়ে পড়ছেন।