কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণকে ময়ূরের পালকের মুকুট পড়ালেই পূর্ণ হবে মনের ইচ্ছা

বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। কৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র ও বৃষ রাশিতে। প্রতিবছর এই তিথিতেই কৃষ্ণ জন্মোৎসব পালিত হয়। এদিন কৃষ্ণ জন্মাষ্টমী নামেও পরিচিত।

Share this Video

বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। কৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র ও বৃষ রাশিতে। প্রতিবছর এই তিথিতেই কৃষ্ণ জন্মোৎসব পালিত হয়। এদিন কৃষ্ণ জন্মাষ্টমী নামেও পরিচিত। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশু রুপের পুজো করা হয়। ভগবান কৃষ্ণকে ময়ূরের পালক প্রদান করলে উনি খুব খুশি হন। ময়ূরের পালক গৃহস্থের অর্থ সংকট দূর করতে সক্ষম। ময়ূরের পালক বাড়ির পূর্ব দিকে রাখলে বাস্তুদোষ দূর হয়।

Related Video