Kali Puja 2023: গা ছমছমে কবরখানা!! দেখা মিলল অ্যানাবেলের, গিজগিজে ভিড় নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতিতে

৭০ তম বর্ষে ফের একবার চমক দিল নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতি। এবছর তাদের থিম 'কবরে কে'। আলো-আঁধারি মণ্ডপে গা ছমছমে পরিবেশ শিশুদের মনে অবশ্যই খানিকটা ভয়ের সৃষ্টি করবে।

Share this Video

৭০ তম বর্ষে ফের একবার চমক দিল নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতি। এবছর তাদের থিম 'কবরে কে'। আলো-আঁধারি মণ্ডপে গা ছমছমে পরিবেশ শিশুদের মনে অবশ্যই খানিকটা ভয়ের সৃষ্টি করবে। ভালো লাগবে বড়দেরও। কু‌দঘাট মেট্রো স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই মণ্ডপ আপনিও দেখে আসতে পারেন।

Related Video