Naihati Boro Maa: নৈহাটির বড়মার পুজোর প্রস্তুতি তুঙ্গে, কালীপুজোর আগেই বিশালাকার কালী দেখতে নেমেছে দর্শকদের ঢল

কালীপুজোর বাকি মাত্র আর দুই দিন। নৈহাটিতে প্রায় ১০০ বছরের পুরনো বড়মা-র কালীপুজো ঘিরে উত্তেজনা তুঙ্গে । ৫২ ফুটের মূর্তিতেই মায়ের পুজো হয়।

/ Updated: Nov 10 2023, 09:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কালীপুজোর বাকি মাত্র আর দুই দিন। নৈহাটিতে প্রায় ১০০ বছরের পুরনো বড়মা-র কালীপুজো ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকে।  স্থানীয়দের কথায় বড়মা জাগ্রত। মনের ইচ্ছে পুরণ করেন। মা কালীর বিশাল রূপের দর্শনে এখানে প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী আসে। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাতে ধরে এই পুজো শুরু হয়েছিল। ৫২ ফুটের মূর্তিতেই মায়ের পুজো হয়।