কোভিড-১৯ মহামারির (Covid-19 Pandemic) জন্য ১ বছর ধরে চলেছে লকডাউন (Lockdown)। তারপর আরও ১৮ মাসেরও বেশি সময় ধরে চলেছে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ। মানুষ ঘরেই ছিলেন। সুইগি, জোম্যাটোয় খাবার অর্ডার করে বাড়িতে আনিয়ে খেয়েছেন, রেস্তোরাঁয় যাওয়া হয়নি। গত বছরের পুজোতেও নয়। আর তার ফলে এই বছর দুর্গাপুজোর (Durga Puja 2021) সময় কলকাতার (Kolkata) বার এবং রেস্তোরাঁগুলিতে উপচে পড়েছিল মানুষের ভিড়। এতটাই, যে শহরের অনেক নামী-দামী বার-রেস্তোরাঁকেই নির্ধারিত সময়ের আগেই দরজা বন্ধ করতে হয়েছে। কারণ, খাদ্য এবং পানীয়ের ঘাটতি দেখা দিয়েছিল।