ধনতেরাসে সোনা-রূপো ছাড়া ঘরে আনুন এই কয়েকটি জিনিস, সংসারে বয়ে আসবে সুখ-সমৃদ্ধি
Dhanteras 2025: ধনতেরাস মানেই সোনা কেনার ধুম। কিন্তু সোনার যা দাম তাতে ছুঁলেই লাগছে ছ্যাঁকা। এই অবস্থায় ধনতেরাসে কী আনবেন ঘরে? রইল হদিশ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ধনতেরাসে কী কিনবেন?
ধনতেরাস মানেই কেনাকাটার ধুম। এই দিন অনেকেই বিশেষ কিছু কেনাকাটা করেন। কারণ, এই দিনের বিশেষ একটা গুরুত্ব রয়েছে। তবে ধনতেরাসের দিন ধনে বা ধনে বীজ কেনারও তাৎপর্য রয়েছে। এই মশলাটি ধন সম্পত্তি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়।
কী বলছএ জ্যোতিষ শাস্ত্র
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ধনে বীজের সঙ্গে বুধ গ্রহের গভীর সংযোগ রয়েছে। কারণ, বুধ গ্রহ হল আর্থিক স্থিতি ও বাণিজ্যিক সাফল্যের প্রতীক। তাই এই দিনে ধনে বীজ কিনে ঘরে রাখলে আর্থিক অবস্থার উন্নতি হয় এবং ব্যবসায় সাফল্য লাভ করা যায়।
সোনা-রুপোর পরিবর্তে কী কিনবেন?
শাস্ত্র মতে, তবে শুধু ধনে বীজই নয়। ধনতেরাসের দিনে ঘরে সোনা-রুপো ছাড়াও আর বেশকিছু জিনিস ক্রয় করে আনতে পারেন। যেগুলি আপনার সংসারে বয়ে আনবে সুখ সমৃদ্ধি। ধনে বীজ ছাড়াও এদিন কিনতে পারেন হলুদ, গুড়ের বাতাসা।
ঘরে আনুন হরতকি
জ্যোতিষ শাস্ত্র মতে, এই দিন ঘরে আনুন হরতকি। কারণ, হরতকি হল স্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক। সুপারি কিনতে পারেন ধনতেরাসের দিন। কারণ, সুপারি যে কোনও শুভ কাজের সূচনা করে। এবং দেবীর আশীর্বাদের প্রতীক। জায়ফল কিনতে পারেন। জায়ফল হল সমৃদ্ধি ও পরিবারের আর্থিক স্থিতির প্রতীক।
মা লক্ষ্মীর পুজো করুন
ধনতেরাসের দিন ঘরে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী ও কুবেরের পুজো করুন। প্রদীপ জ্বালিয়ে ঘরের মূল দরজায় স্থাপন করুন। যাতে ধনলক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারে। এছাড়াও এইদিন যমরাজের উদ্দেশেও একটি প্রদীপ জ্বালানো হয়। যা অকাল মৃত্যুর আশঙ্কা দূর করে।

