- Home
- Religion
- Puja Vrat
- Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তীতে অবশ্যই পাঠ করুন হনুমান চল্লিশা যা বদলে দেবে আপনার জীবন
Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তীতে অবশ্যই পাঠ করুন হনুমান চল্লিশা যা বদলে দেবে আপনার জীবন
Hanuman Jayanti 2025: হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে জীবনের সমস্ত বাধা দূর করুন। এটি শনি ও রাহুর কুদৃষ্টি থেকে রক্ষা করে এবং সাফল্য এনে দেয়।

বজরঙ্গবলীর এই মন্ত্রটি উপশম দিতে পারে। হনুমান জয়ন্তীর দিন সমস্ত দুর্দশা থেকে মুক্তি পেতে অবশ্যই পাঠ করুন হনুমান চল্লিশা।
সপ্তাহের প্রতি মঙ্গল ও শনিবার শুদ্ধ মনে যে কোনও এই হনুমান চল্লিশা পাঠ আপনার জীবনের সমস্ত অসফলতাকে দূর ও শনি রাহুর নজর থেকে এড়াতে সাহায্য করবে-
হনুমান চল্লিশা (বাংলায়)
দোহা
শ্রীগুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি | বরণৌ রঘুবর বিমলয়শ জো দায়ক ফলচারি ||
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার | বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার ||
চৌপাঈ
জয় হনুমান জ্ঞান গুণ সাগর | জয় কপীশ তিহু লোক উজাগর || ১ ||
রামদূত অতুলিত বলধামা | অঞ্জনি পুত্র পবনসুত নামা || ২ ||
মহাবীর বিক্রম বজরঙ্গী | কুমতি নিবার সুমতি কে সঙ্গী ||৩ ||
কাঞ্চন বরণ বিরাজ সুবেশা | কানন কুন্ডল কুংচিত কেশা || ৪ ||
হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ | কান্থে মূংজ জনেবূ সাজৈ || ৫||
শংকর সুবন কেসরী নন্দন | তেজ প্রতাপ মহাজগ বন্দন || ৬ ||
বিদ্যাবান গুণী অতি চাতুর | রাম কাজ করিবে কো আতুর || ৭ ||
প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া | রামলখন সীতা মন বসিয়া || ৮||
সূক্ষ্ম রূপধরি সিয়হি দিখাবা | বিকট রূপধরি লঙ্ক জরাবা || ৯ ||
ভীম রূপধরি অসুর সংহারে | রামচংদ্র কে কাজ সংবারে || ১০ ||
লায় সংজীবন লখন জিয়ায়ে | শ্রী রঘুবীর হরষি উরলায়ে || ১১ ||
রঘুপতি কীনহী বহুত বড়ায়ী | তুম মম প্রিয় ভরতহি সম ভায়ী || ১২ ||
সহস বদন তুম্হরো য়শগাবৈ | অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈ || ১৩ ||
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা | নারদ শারদ সহিত অহীশা || ১৪ ||
য়ম কুবের দিগপাল জহাং তে | কবি কোবিদ কহি সকে কহাং তে || ১৫ ||
তুম উপকার সুগ্রীবহি কীন্হা | রাম মিলায় রাজপদ দীন্হা || ১৬ ||
তুম্হরো মন্ত্র বিভীষণ মানা | লংকেশ্বর ভয়ে সব জগ জানা || ১৭ ||
য়ুগ সহস্র য়োজন পর ভানূ | লীল্য়ো তাহি মধুর ফল জানূ || ১৮ ||
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী | জলধি লাংঘি গয়ে অচরজ নাহী || ১৯ ||
দুর্গম কাজ জগত কে জেতে | সুগম অনুগ্রহ তুম্হরে তেতে || ২০ ||
রাম দুআরে তুম রখবারে | হোত ন আজ্ঞা বিনু পৈসারে || ২১ ||
সব সুখ লহৈ তুম্হারী শরণা | তুম রক্ষক কাহূ কো ডর না || ২২ ||
আপন তেজ তুম্হারো আপৈ | তীনোং লোক হাংক তে কাংপৈ || ২৩ ||
ভূত পিশাচ নিকট নহি আবৈ | মহবীর জব নাম সুনাবৈ || ২৪ ||
নাসৈ রোগ হরৈ সব পীরা | জপত নিরংতর হনুমত বীরা || ২৫ ||
সংকট সেং হনুমান ছুডাবৈ | মন ক্রম বচন ধ্য়ান জো লাবৈ || ২৬ ||
সব পর রাম তপস্বী রাজা | তিনকে কাজ সকল তুম সাজা || ২৭ ||
ঔর মনোরধ জো কোয়ি লাবৈ | তাসু অমিত জীবন ফল পাবৈ || ২৮ ||
চারো য়ুগ পরিতাপ তুম্হারা | হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা || 29 ||
সাধু সন্ত কে তুম রখবারে | অসুর নিকন্দন রাম দুলারে || ৩০ ||
অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা | অস বর দীন্হ জানকী মাতা || ৩১ ||
রাম রসায়ন তুম্হারে পাসা | সাদ রহো রঘুপতি কে দাসা || ৩২ ||
তুম্হরে ভজন রামকো পাবৈ | জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ || ৩৩ ||
অংত কাল রঘুবর পুরজায়ী | জহাং জন্ম হরিভক্ত কহায়ী || ৩৪ ||
ঔর দেবতা চিত্ত ন ধরয়ী | হনুমত সেয়ি সর্ব সুখ করয়ী || ৩৫ ||
সংকট কটৈ মিটৈ সব পীরা | জো সুমিরৈ হনুমত বল বীরা || ৩৬ ||
জৈ জৈ জৈ হনুমান গোসায়ী | কৃপা করো গুরুদেব কী নায়ী || ৩৭ ||
জো শত বার পাঠ কর কোয়ী | ছূটহি বন্দি মহা সুখ হোয়ী || ৩৮ ||
জো য়হ পডৈ হনুমান চালীসা | হোয় সিদ্ধি সাখী গৌরীশা || ৩৯ ||
তুলসীদাস সদা হরি চেরা | কীজৈ নাথ হৃদয় মহ ডেরা || ৪০ ||
দোহা
পবন তনয় সঙ্কট হরণ – মঙ্গল মূরতি রূপ | রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ ||

