- Home
- Religion
- Puja Vrat
- এ বছর কবে পড়েছে পিতৃপক্ষ? সূর্যগ্রহণ ও চন্দ্র গ্রহণ একসঙ্গে হওয়ায় তৈরি হচ্ছে বিরল যোগ
এ বছর কবে পড়েছে পিতৃপক্ষ? সূর্যগ্রহণ ও চন্দ্র গ্রহণ একসঙ্গে হওয়ায় তৈরি হচ্ছে বিরল যোগ
এবার ১০০ বছর পর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ একইসঙ্গে, একই সময়ে ঘটতে চলেছে। ফলে চলতি বছরের পিতৃপক্ষ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে পিতৃপক্ষকে (Pitru Paksha 2025) অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। হ্যাঁ, শ্রাদ্ধ ও পূর্বপুরুষের স্মরণের লক্ষ্যে এই সময়টিকে পালন করা হয়। আর এবছর সেই পিতৃপক্ষ হয়ে উঠতে চলেছে আরও বিরল। কারণ প্রায় ১০০ বছর পর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ একইসঙ্গে, একই সময়ে ঘটতে চলেছে।
হ্যাঁ, আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। আর ওই দিনই ঘটবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এর সমাপ্তি দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ। জ্যোতিষীরা বলছেন, এই বিরল মহাজাগতিক ঘটনা ১০০ বছর পরে ঘটছে।
বিশ্বাস করা হয় যে, বছরের এই বিশেষ সময়ে পূর্বপুরুষরা আকাশলোক থেকে আবারো পৃথিবীতে তাদের সন্তান-সন্তাদিদের কাছে ফিরে আসে। হ্যাঁ, এই সময়টাকেই বলে পিতৃপক্ষ। এই ১৫ দিনে দেশজুড়ে পালন হবে পূর্ব-পুরুষদের শ্রাদ্ধ, পিন্ডদান এবং তর্পণের মতো অনুষ্ঠান।
জানিয়ে রাখি, পিতৃপক্ষ শুরু হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমার পরবর্তী প্রতিপদ তিথি থেকে আর শেষ হয় আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এই সময়কালকে মহালয়া পক্ষ বা পিতৃপক্ষ বলা হয়ে থাকে।
পুরাণ বলছে, এই সময়ে পূর্বপুরুষদের আত্মা তাদের বংশধরদের কাছে আবারো ফিরে আসে, আর তাদের তর্পণ ও শ্রাদ্ধ গ্রহণ করে আশীর্বাদ প্রদান করে। ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে, এই সময় যদি শ্রাদ্ধ করা হয়, তাহলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে, আর পরিবারের উপর সুখ শান্তি ফিরে আসে।
এদিকে এবারের পিতৃপক্ষের বিশেষত্ব আরও একটি কারণ। এই সময়ের শুরুতেই ঘটবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর শেষ দিনে ঘটবে সূর্যগ্রহণ। যদিও সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। তবে ৭ সেপ্টেম্বর রাত ৯.৫৭ মিনিটে শুরু হবে এবং ১.২৬ মিনিটে এই চন্দ্রগ্রহণ শেষ হবে, যা ভারতের দৃশ্যমান হবে এবং এর প্রভাবও প্রযোজ্য হবে। এই চন্দ্রগ্রহণ ঘটবে কুম্ভ রাশিতে আর পূর্বভাদ্রপদা নক্ষত্রে। তখন চন্দ্র ও রাহু একই রাশিতে অবস্থান করবে।
১০০ বছর পর এই সূর্য ও চন্দ্রগ্রহণের মেলবন্ধন পিতৃপক্ষকে করে তুলছে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। কারণ এই সময়ে এই রাশিগুলির ভাগ্যের চাকা একেবারে বদলে যাবে। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন রাশির উপর বিভিন্ন রকম প্রভাব পড়তে পারে। কিন্তু মিথুন, ধনু এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় হতে চলেছে একেবারে সোনালী সুযোগ।

