সংক্ষিপ্ত
পুরান মতে, কিছু জিনিস পুজোর সময় সাজিয়ে দিলে মা সরস্বতী খুশি হন। আর মায়ের কৃপায় বিদ্যা বুদ্ধি ও মেধা লাভ করা যায়। জেনে নিন কোন কোন সামগ্রী পুজোয় রাখলে স্বয়ং মা সরস্বতী দুহাত তুলে আপনাকে আর্শীবাদ দেবেন
হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে মনে করা হয়, এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি সরস্বতী পুজো আয়োজন হয়ে থাকে । এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও সকলের কাছে পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে সকলেই মেতে থাকেন । এই পুজো ঘিরে সকলেরই এক আলাদা উন্মাদনা থাকে।
হিন্দুদের কাছে প্রিয় উৎসবগুলোর মধ্যে সরস্বতী পুজো অন্যতম। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিনের অপেক্ষায় থাকেন ভক্তরা। এই বিশেষ দিনটিতে প্রথা শিশুদের হাতেখড়ি দেওয়া হয়, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত রয়েছে এই দিনটিরে ঘিরে।পুরাণ মতে, মাঘ মাসের এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী আশীর্বাদ মেলে। অনেকেই জেনে থাকবেন, সরস্বতী পুজোর পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। অনেকেই মনে করেন, সরস্বতী বৈদিক দেবী । ২০২৫ সালের সরস্বতী পুজোর নির্ঘণ্ট জেনে নিন
সরস্বতী পুজো দিন হল ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি (বাংলায় ২০ মাঘ), সোমবার
সরস্বতী পুজো ২০২৫-এর পঞ্চমী তিথি
২ ফেব্রুয়ারি বেলা ১২.২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯.৫৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। দেবী আরাধনা করার সময় মিলবে দুদিনই।
সরস্বতী পূজোর সম্পন্ন করার জন্য কিছু বিশেষ সামগ্রীর প্রয়োজন। পুরান মতে, কিছু জিনিস পুজোর সময় সাজিয়ে দিলে মা সরস্বতী খুশি হন। আর মায়ের কৃপায় বিদ্যা বুদ্ধি ও মেধা লাভ করা যায়। জেনে নিন কোন কোন সামগ্রী পুজোয় রাখলে স্বয়ং মা সরস্বতী দুহাত তুলে আপনাকে আর্শীবাদ দেবেন।
পুজোর সামগ্রীর মধ্যে থাকবে আমের মুকুল, অভ্র আবির, কাঁচের দোয়াত ও খাগের কলম, কুল, লাল পলাশ ফুল, বই, বাদ্যযন্ত্র এবং বাসন্তী রঙের গাঁদা ফুল, গাঁদার মালা।
সরস্বতী পুজোর মন্ত্র প্রণাম জেনে রাখুন
সরস্বতী পুজোর সময় পুষ্পাঞ্জলী ও প্রণাম মন্ত্র পাঠ করা হয়। পুষ্পাঞ্জলীর মন্ত্রটি হল
জয় জয় দেবী চরাচরসারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে।
বীনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।
সরস্বতী পুজোর প্রণাম মন্ত্রটি হল
নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানেhttps://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D