সংক্ষিপ্ত

এবার  আন্তর্জাতিক স্তরে সাঁতারে (swimming) সাফল্য পেলেন অভিনেতা আর মাধবনের (R Madhavan) ছেলে বেদান্ত (Vedaant)। ছেলের জন্য গর্বিত বাবা দিলেন বার্তা। লক্ষ্য স্থির করে দিলেন আগামির। 

ফের সাঁতারে সাফল্য অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্তের। এর আগে একাধিক পদক জিতে শিরোনামে চলে এসেছিলেন তিনি। দেশের ক্রীড়া মহলে যথেষ্ট নামডাকও হয়েছে বেদান্তের (Vedaant)।  এবার সকলকে অবাক করে আন্তর্জাতিক স্তরের সাঁতার প্রতিযোগিতায় পদক জিতে সকলের নজর কাড়লেন আর মাধবনের (R Madhavan)ছেলে। ডেনমার্কে আয়োজিত ড্যানিশ ওপেন ২০২২ ( Danish Open swimming 2022) সাঁতার প্রতিযোগিতায় পদক জিতলেন তিনি। এই প্রতিযোগিতায় সোনা জিত প্রথম হয়েছেন অপর এক ভারতীয় সাঁতারু সজন প্রকাশ। আর রূপো জিতেছেন বেদান্ত। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত অভিনেতা বাবা। সোশ্যাল মিডিয়ায় ছেলের সাঁতারের ভিডিও শেয়ার করে নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন আর মাধনব। ছেবের জন্য তিনি যে গর্ব অনুভব করছেন সেই কথাও জানিয়েছেন। 

ড্যানিশ ওপেন ২০২২ সাঁতার প্রতিযোগিতায় পনেরশো মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন বেদান্ত ও সজন প্রকাশ। এই প্রতিযোগিতায় ছিলেন আরও দেশ বিদেশের নামকরা সাঁতারুরা। সকলকে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নেন সজন প্রকাশ ও বেদান্ত।  মাত্র ১৫ মিনিটে তিনি প্রতিযোগিতা জিতে নিয়েছেন মাধবন পুত্র। সোশ্যাল মিডিয়ায় ছেলের জয়ের খবর শেয়ার করে মাধবন লিখেছেন, 'আমাদের সবার আর্শীবাদ রইল। ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে।' বেদান্তের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বচ্চন, শিল্পা শেট্টিরা। এর আগে থাইল্যান্ডে আয়োজিত একটি সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন বেদান্ত মাধবন। সাঁতারে মোট সাতটি পদক রয়েছে বেদান্তের ঝুলিতে।

 

View post on Instagram
 

 

তবে এখানেই থেমে থাকতে নারাজ মাধবন ও তার ছেলে বেদান্ত। ছেলের গলায় অলিম্পিক মেডেল দেখার স্বপ্ন অভিনেতা বাবার। সেই লক্ষ্যে ছেলের প্রস্তুতিতেও কোনও খামতি রাখছেন না তিনি। সর্বোচ্চ পর্যায়ের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছেন। ২০২৬ সালে ওলিম্পিকের জন্য ছেলের প্রস্তুতির জন্যেই দুবাইয়ে রয়েছেন আর মাধবন। অলিম্পিকের জন্য ছেলে যাতে যথাযথ প্রস্তুতি নিতে পারে তার কারণেই দুবাইতে এসেছেন সপরিবারে। সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন মুম্বইয়ে বড় বড় সুইমিং পুল গুলি রয়েছে সেগুলি করোনার জন্য বন্ধ নাহলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই বড় সুইমিং পুলের জন্য দুবাইতে আসা। অলিম্পিকের লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন বেদান্তও। নিজের ও বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে অবিচল ভারতীয় সাঁতারু।