ফেন্সিংয়ের প্রথম রাউন্ডে জিতে ইতিহাস তৈরি করেছিলেন ভবানী দেবী। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ফেন্সিংয়ে জয় পেয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন ভারতীয় ফেন্সার।    

সোমবার সকালেই ইতিহাস তৈরি করেছিলেন ভবানী দেবী। অলিম্পিকের ইতিহাসে প্রথমবার ফেন্সিংয়ে কোনও ভারতীয় হিসেবে জয় তুলে নিয়ছিলেন তিনি। প্রথম ম্যাচে তিউনিসিয়ার প্রতিযোগীকে ১৫-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন ভবানী। একইসঙ্গে পরের রাউন্ডে পৌছে গিয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিলেও ফেন্সিংয়ের টেবিল অফ ৩২-এ হার মানলেন ভবানী দেবী। 

Scroll to load tweet…

সকালটা ইতিহাস তৈরির খুশির খবর দিয়ে শুরু হলেও, তারপরই হৃদয় ভাঙল দেশবাসীর। টেবিল অফ ৩২-এ বিশ্বের তিন নম্বর ফ্রান্সের মেনন ব্রুনেটের মুখোমুখি হয়েছিলেন ভবানী দেবী। অভিজ্ঞতার বিচারে অসম হলেও, আরও একবার ইতিহাস তৈরির আশায় ছিল দেশবাসী। কিন্তু ব্রুনেটের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারলেন না ভবানী দেবী। ৭-১৫ ব্যবধানে হারতে হয় ম্যাচ হারতে হয় ভবানী দেবীকে। 

Scroll to load tweet…

YouTube video player

ফরাসী প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই লড়াইয়ে পিছিয়ে ছিলেন ভবানী দেবী। মাঝে একটু লড়াই দেওয়ার চেষ্টা করলেও, তা বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি ভারতীয় ফেন্সার। তবে প্রথমবার ফেন্সিংয়ে ম্যাচ জিতে নজির গড়া ও ভবানী দেবীর লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। আগামি দিনে আরও শক্তিশালী হয়ে অলিম্পিকের মঞ্চে ফিরবেন ভবানী দেবী। এটাই আশা সকলের।