সংক্ষিপ্ত

চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারত তো বটেই, এমনকী, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার পিছনে আছে পাকিস্তান। ফলে বাবর আজমদের পক্ষে গ্রুপ টপকানো কঠিন।

ভারতীয় দলের জয় চেয়ে প্রার্থনা করছে পাকিস্তান! হতবাক হয়ে যাওয়ার মতো ঘটনা হলেও এটাই সত্যি। বুধবার টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জয় পায়, তাহলে গ্রুপ থেকেই ছিটকে যাবে পাকিস্তান। ভারতীয় দল যদি জয় পায়, তাহলে বাবর আজমদের সুপার এইটের যোগ্যতা অর্জন করার ক্ষীণ সম্ভাবনা থাকবে। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের জয় চাইছে পাকিস্তান। তবে এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গেলেও, পরের ম্যাচে যদি আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পান মনাঙ্ক প্যাটেলরা, তাহলে তাঁরাই ভারতের সঙ্গে সুপার এইটের যোগ্যতা অর্জন করবেন।

ভারতের দিকে তাকিয়ে পাকিস্তান

চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে এখনও জয় পায়নি পাকিস্তান ও আয়ারল্যান্ড। কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাকি পাকিস্তানের। সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন করতে হলে এই দুই ম্যাচে জয় পেতেই হবে পাকিস্তানকে। বৃষ্টির জন্য কোনও ম্যাচ ভেস্তে গেলে বা হেরে গেলে ছিটকে যাবে পাকিস্তান। কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই চলবে না, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। বাবরদের নেট রান রেট -০.১৫। ফলে শুধু জয় পেলেই হবে না, রান রেটও ভালো রাখতে হবে পাকিস্তানকে।

কীভাবে পাকিস্তানকে সাহায্য করতে পারে ভারত?

ভারতীয় দল যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পায়, তাহলে পাকিস্তানের সুবিধা হবে। পাকিস্তানকে সাহায্য করার জন্য নিশ্চয়ই নয়, নিজেদের প্রয়োজনেই গ্রুপের বাকি দুই ম্যাচে জয়ের লক্ষ্যে খেলতে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেলেই সুপার এইটে নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দল। ফলে বুধবার জয় পেতে মরিয়া ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: ট্রাক্টর বিক্রি করে নিউ ইয়র্কে ম্যাচ দেখতে গিয়েছিলেন, পাকিস্তানের হারে হতাশ সমর্থক

India Vs Pakistan: স্টেডিয়ামে ফের ভাইরাল দর্শকের প্রতিক্রিয়া, হারের হতাশায় টিভির বদলে তরমুজ ফাটাচ্ছেন পাকিস্তানিরা!

T-20 Cricket World Cup 2024: পরপর দুই ম্যাচে হার, বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত পাকিস্তানের