Prashant Veer: এই মুহূর্তে দেশের অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে চিহ্নিত হচ্ছেন প্রশান্ত বীর। এই তরুণের এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলার কথা। কিন্তু হঠাৎ চোট পেয়ে সমস্যায় পড়ে গেলেন তিনি।

DID YOU
KNOW
?
আলোচনায় প্রশান্ত বীর
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের জন্য প্রশান্ত বীরকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।

IPL 2026: আবু ধাবিতে (Abu Dhabi) এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Mini Auction) ১৪.২০ কোটি টাকা দর পেয়েছেন। আইপিএল-এর ইতিহাসে তিনি আনক্যাপড খেলোয়াড় হিসেবে কার্তিক শর্মার (Kartik Sharma) সঙ্গে যুগ্মভাবে সবচেয়ে বেশি দর পেয়েছেন। কিন্তু সেই তরুণ অলরাউন্ডার প্রশান্ত বীর (Prashant Veer) হঠাৎ চোট পাওয়ায় সমস্যায় পড়ে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ২০ বছর বয়সি এই ক্রিকেটার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হয়ে ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছেন। তাঁর চোট গুরুতর বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। ফলে এই তরুণ কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। চোট পরীক্ষা করার পরেই এ বিষয়ে জানাতে পারবেন চিকিৎসকরা।

কীভাবে চোট পেলেন প্রশান্ত?

ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন প্রথম সেশনে ফিল্ডিং করার সময় কাঁধে মারাত্মক চোট পান প্রশান্ত। তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর পক্ষে আর এই ম্যাচে খেলা সম্ভব নয়। এই কারণে তাঁর পরিবর্তে শিবম শর্মাকে (Shivam Sharma)। ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই (BCCI)। কোনও ক্রিকেটার গুরুতর চোট পেলে তাঁর পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে মাঠে নামানো যাবে। সেই নিয়ম কাজে লাগাতে বাধ্য হয়েছে উত্তরপ্রদেশ দল। প্রশান্তের চোট ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই তরুণকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

রবীন্দ্র জাডেজার পরিবর্ত প্রশান্ত

প্রশান্তকে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) পরিবর্ত হিসেবে দেখছে সিএসকে। এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) যোগ দিয়েছেন জাডেজা। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন প্রশান্ত। এই কারণেই তাঁকে রেকর্ড অর্থের বিনিময়ে দলে নিয়েছে সিএসকে। সবারই আশা, চোট সারিয়ে এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাবেন এই তরুণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।