06:07 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ রান করতে ভারতের লাগল ৬.১ ওভার। ১০ উইকেটে জয় পেল ভারত।

05:58 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পথে ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে ৪ ওভারের শেষে ভারতের রান বিনা উইকেটে ৩৪। জয়ের জন্য দরকার আর ১৭ রান।

05:45 PM (IST) Sep 17
ভারতের হয়ে রান তাড়া করতে নেমে শুবমান গিল ও ঈশান কিষান

এশিয়া কাপ ফাইনালে ব্যাটিং ওপেন করতে নামলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

05:11 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালে একপেশে লড়াই, ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা

প্রথম বলেই আউট মাথিসা পাথিরানা (০)। ৫০ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া।

05:10 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালে ৫০ রানে ৯ উইকেট হারাল শ্রীলঙ্কা

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। তিনি নিজের বলেই প্রমোদ মদুশানের (১) উইকেট নিলেন। ৫০ রানে ৯ উইকেট হারাল শ্রীলঙ্কা।

05:07 PM (IST) Sep 17
১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫০ রান করে ফেলল শ্রীলঙ্কা

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা ৫০ রান করতে পারবে কি না সেই প্রশ্ন উঠেছিল। তবে শ্রীলঙ্কা এই রানটুকু করতে পেরেছে।

04:53 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালে ৪০ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা

হার্দিক পান্ডিয়ার বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে আউট দুনিথ ওয়েল্লালাগে। ৪০ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা।

04:45 PM (IST) Sep 17
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট হয়ে গেল মহম্মদ সিরাজের

মহম্মদ সিরাজের ষষ্ঠ শিকার কুশল মেন্ডিস (১৭)। ৩৩ রানে ৭ উইকেট হারাল শ্রীলঙ্কা।

04:41 PM (IST) Sep 17
প্রথম ভারতীয় বোলার হিসেবে ১ ওভারে ৪ উইকেট মহম্মদ সিরাজের

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে ১৬ বলে ৫ উইকেট নিয়ে চামিন্ডা ভাসের রেকর্ড স্পর্শ মহম্মদ সিরাজের। অন্য কোনও বোলার ওডিআই ম্যাচে এত কম বলে ৫ উইকেট নিতে পারেননি।

04:18 PM (IST) Sep 17
মহম্মদ সিরাজের দাপটে ১২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ১২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা। সিরাজের পঞ্চম শিকার দাসুন শনাকা।

04:13 PM (IST) Sep 17
৫ ওভারের শেষে ১২ রানে ৫ উইকেট শ্রীলঙ্কার

এশিয়া কাপ ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা।

04:11 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ ওভারে ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ ওভারে পথুম নিশাঙ্ক, সাদিরা সমরবিক্রমা, চরিত আসালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে দিলেন মহম্মদ সিরাজ। ১২ রানে ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা।

04:04 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালে হ্যাটট্রিকের সামনে মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ ওভারে পরপর ২ বলে উইকেট নিলেন মহম্মদ সিরাজ। প্রথমে আউট হন সাদিরা সমরবিক্রমা (০), পরের বলেই আউট চরিত আসালাঙ্কা। ৮ রানে ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা।

03:58 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনালের শুরুতেই চাপে পড়ে গেল শ্রীলঙ্কা

২ রান করে মহম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ফিরলেন পথুম নিশাঙ্ক। ৮ রানে ২ উইকেট হারাল শ্রীলঙ্কা।

03:44 PM (IST) Sep 17
শ্রীলঙ্কার ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা

১ রানের মাথায় প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। জসপ্রীত বুমরার বলে কে এল রাহুলকে ক্যাচ দিলেন কুশল পেরেরা (০)। 

03:39 PM (IST) Sep 17
মাঠে নেমে পড়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা, শুরু এশিয়া কাপ ফাইনাল

বৃষ্টির জন্য দেরি হলেও, শেষপর্যন্ত শুরু হল এশিয়া কাপ ফাইনাল। ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ভারতের বোলাররা।

03:26 PM (IST) Sep 17
বিকেল ৩টে বেজে ৪৫ মিনিটে শুরু হতে পারে এশিয়া কাপ ফাইনাল

বিকেল সাড়ে ৩টেয় পিচ ও আউটফিল্ড পরিদর্শন করবেন আম্পায়াররা। তারপর বিকেল ৩টে বেজে ৪৫ মিনিটে শুরু হতে পারে খেলা।

03:15 PM (IST) Sep 17
কলম্বোয় এখনও চলছে বৃষ্টি, ঢাকা দিয়ে রাখা হয়েছে পিচ ও আউটফিল্ড

এবারের এশিয়া কাপে এটা পরিচিত দৃশ্য। ম্যাচের সময় বৃষ্টিতে ঢাকা পিচ ও আউটফিল্ড। ফাইনালেও এর ব্যতিক্রম হল না।

03:02 PM (IST) Sep 17
এশিয়া কাপ ফাইনাল শুরু হওয়ার ঠিক আগে বৃষ্টি

বৃষ্টির জন্য এশিয়া কাপ ফাইনাল শুরু হতে দেরি হচ্ছে। অপেক্ষায় ক্রিকেটার, আম্পায়ার, দর্শকরা।

02:39 PM (IST) Sep 17
অক্ষর প্যাটেলের পরিবর্তে এশিয়া কাপ ফাইনালে খেলছেন ওয়াশিংটন সুন্দর

এশিয়া কাপ ফাইনালে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। 

Read more Articles on