এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ রান করতে ভারতের লাগল ৬.১ ওভার। ১০ উইকেটে জয় পেল ভারত।
- Home
- Sports
- Cricket
- Asia Cup Final Ind Vs SL Live Updates: শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Asia Cup Final Ind Vs SL Live Updates: শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

অষ্টম এশিয়া কাপ খেতাবের লক্ষ্যে ভারতীয় দল। রবিবার ফাইনালে প্রতিপক্ষ এশিয়া কাপে ৬ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সুপার ফোর পর্যায়ের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। ফাইনালেও সেই ফলেরই পুনরাবৃত্তির লক্ষ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পথে ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে ৪ ওভারের শেষে ভারতের রান বিনা উইকেটে ৩৪। জয়ের জন্য দরকার আর ১৭ রান।
ভারতের হয়ে রান তাড়া করতে নেমে শুবমান গিল ও ঈশান কিষান
এশিয়া কাপ ফাইনালে ব্যাটিং ওপেন করতে নামলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপ ফাইনালে একপেশে লড়াই, ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা
প্রথম বলেই আউট মাথিসা পাথিরানা (০)। ৫০ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া।
এশিয়া কাপ ফাইনালে ৫০ রানে ৯ উইকেট হারাল শ্রীলঙ্কা
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। তিনি নিজের বলেই প্রমোদ মদুশানের (১) উইকেট নিলেন। ৫০ রানে ৯ উইকেট হারাল শ্রীলঙ্কা।
১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫০ রান করে ফেলল শ্রীলঙ্কা
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা ৫০ রান করতে পারবে কি না সেই প্রশ্ন উঠেছিল। তবে শ্রীলঙ্কা এই রানটুকু করতে পেরেছে।
এশিয়া কাপ ফাইনালে ৪০ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা
হার্দিক পান্ডিয়ার বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে আউট দুনিথ ওয়েল্লালাগে। ৪০ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট হয়ে গেল মহম্মদ সিরাজের
মহম্মদ সিরাজের ষষ্ঠ শিকার কুশল মেন্ডিস (১৭)। ৩৩ রানে ৭ উইকেট হারাল শ্রীলঙ্কা।
প্রথম ভারতীয় বোলার হিসেবে ১ ওভারে ৪ উইকেট মহম্মদ সিরাজের
শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে ১৬ বলে ৫ উইকেট নিয়ে চামিন্ডা ভাসের রেকর্ড স্পর্শ মহম্মদ সিরাজের। অন্য কোনও বোলার ওডিআই ম্যাচে এত কম বলে ৫ উইকেট নিতে পারেননি।
মহম্মদ সিরাজের দাপটে ১২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ১২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা। সিরাজের পঞ্চম শিকার দাসুন শনাকা।
৫ ওভারের শেষে ১২ রানে ৫ উইকেট শ্রীলঙ্কার
এশিয়া কাপ ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা।
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ ওভারে ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ
শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ ওভারে পথুম নিশাঙ্ক, সাদিরা সমরবিক্রমা, চরিত আসালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে দিলেন মহম্মদ সিরাজ। ১২ রানে ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা।
এশিয়া কাপ ফাইনালে হ্যাটট্রিকের সামনে মহম্মদ সিরাজ
শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ ওভারে পরপর ২ বলে উইকেট নিলেন মহম্মদ সিরাজ। প্রথমে আউট হন সাদিরা সমরবিক্রমা (০), পরের বলেই আউট চরিত আসালাঙ্কা। ৮ রানে ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা।
এশিয়া কাপ ফাইনালের শুরুতেই চাপে পড়ে গেল শ্রীলঙ্কা
২ রান করে মহম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ফিরলেন পথুম নিশাঙ্ক। ৮ রানে ২ উইকেট হারাল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা
১ রানের মাথায় প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। জসপ্রীত বুমরার বলে কে এল রাহুলকে ক্যাচ দিলেন কুশল পেরেরা (০)।
মাঠে নেমে পড়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা, শুরু এশিয়া কাপ ফাইনাল
বৃষ্টির জন্য দেরি হলেও, শেষপর্যন্ত শুরু হল এশিয়া কাপ ফাইনাল। ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ভারতের বোলাররা।
বিকেল ৩টে বেজে ৪৫ মিনিটে শুরু হতে পারে এশিয়া কাপ ফাইনাল
বিকেল সাড়ে ৩টেয় পিচ ও আউটফিল্ড পরিদর্শন করবেন আম্পায়াররা। তারপর বিকেল ৩টে বেজে ৪৫ মিনিটে শুরু হতে পারে খেলা।
কলম্বোয় এখনও চলছে বৃষ্টি, ঢাকা দিয়ে রাখা হয়েছে পিচ ও আউটফিল্ড
এবারের এশিয়া কাপে এটা পরিচিত দৃশ্য। ম্যাচের সময় বৃষ্টিতে ঢাকা পিচ ও আউটফিল্ড। ফাইনালেও এর ব্যতিক্রম হল না।
এশিয়া কাপ ফাইনাল শুরু হওয়ার ঠিক আগে বৃষ্টি
বৃষ্টির জন্য এশিয়া কাপ ফাইনাল শুরু হতে দেরি হচ্ছে। অপেক্ষায় ক্রিকেটার, আম্পায়ার, দর্শকরা।
অক্ষর প্যাটেলের পরিবর্তে এশিয়া কাপ ফাইনালে খেলছেন ওয়াশিংটন সুন্দর
এশিয়া কাপ ফাইনালে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।